ভোলাহাটে বিনামূল্যে দুর্যোগ সহিষ্ণু অসহায় নারীদের মাঝে ওষুধী ও ফলজ চারা বিতরণ
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে ব্র্যাক টিইউপিডিইসিসি কর্মসূচীর আওতায় উপজেলার অসহায় দুর্যোগ সহিষ্ণু নারীদের মাঝে বিনামূল্যে ওষুধী ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা কর্মসূচী ম্যানেজার রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মসূচী ম্যানেজার রাসেদুল ইসলাম, ডিইসিসি কর্মসূচীর প্রোগ্রাম ওর্গানাইজার শাহিনুর রহমান, আইন সহায়তা কর্মসূচীর ম্যানেজার আব্দুল্লাহ আল-মামুন, আড়ং ইনচার্জ শামসুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত উপস্থিত অসহায় দুর্যোগ সহিষ্ণু ৩৭৫জন নারীদের মাঝে বিনামূল্যে প্রতি জনকে ওষুধী(নিমগাছ) ১টি ও ফলজ(আমগাছ) ১টি করে চারা বিতরণের আগে চারাগুলির ব্যাপারে গ্রহীতাদের চারা গাছের রোপন ও তার আনুসাঙ্গিক যতেœর কথা সকলের মাঝে সুক্ষèভাবে অভিহিত করেন।