চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান॥ বিপুলপরিমান ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬বিজিবি জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১শ”১৮বোতল ভারতীয় মদ ও ৬শ” ৭০বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। রোববার দিনগত রাতে এসব মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪লাখ টাকা । চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল এসএম মনিরুজ্জামান বিজিবি এম জানান,রোববার দিনগত রাত ১ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আরাফাত উল্লাহ গোপনসংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৫০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। একই রাত দেড় টার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাসুদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ১০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। একই রাত আড়াই টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার ওয়াজেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গয়েশপুর গ্রামের হাই স্কুলের পিছন হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। সর্বশেষ একই দিন ভোর ৩টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার সুবেদার রোস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের মাঠ হতে ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেওয়া হয়েছে। এসব মালামালের সর্বমোট মূল্য ৪লক্ষ ৪৫ হাজার টাকা বলে বিজিবি জানায়।