রামপালে একটি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরি সংবাদ প্রকাশ না করতে ছাত্রলীগ নেতার হুমকি
জাকারিয়া আগুন, বাগেরহাট প্রতিনিধি: রামপালে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অন্য আর একটি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের খোয়া যাওয়া মালামাল উদ্ধারসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশিস্নষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি রেজুলেশন সম্পন্ন করেছেন। অভিযোগে জানা গেছে, কুমলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে প্রায় ৩০/৩৫ হাজার ইট, রডসহ অন্যান্য মালামাল পাশে ড্যাম্পিং করে রাখা হয়। ওই বিদ্যালয়ের মালামাল পার্শবর্তী কুমলাই গাববুনিয়া রেজিঃ প্রাথমিক (জাতীয়করণ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আহম্মদ আলী ও তার ছোট পুত্র মুঞ্জুর হাসান জোবায়ের রাতের অন্ধকারে কুমলাই বিদ্যালয়ের বিপুল পরিমান ইট, রডসহ অন্যান্য মালামাল গত মঙ্গলবার গভীর রাতে ভ্যানে ভোরে চুরি করে নিজ বাড়ীতে নিয়ে যায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক আহম্মাদ আলীর কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, আমার ছেলে জোবায়েরের কাছে বদরুল নাম করে এক ব্যাক্তি ওই ইট বিক্রি করেছে। প্রধান শিক্ষকের স্ত্রী রাজিয়া বেগম ও একই কথা স্বীকার করে তারা বলেন আমার ছেলে একটা ভুল করেছে আমরা ওই ইট ও মালামাল ফেরত দিয়ে দেব। ইট ও মালামাল চুরির বিষয়ে ০১৯৩৫-০২১০০৩ নম্বর থেকে কল করে ছাত্রলীগ নেতা দাবি করে জুয়েল নামের এক ব্যাক্তি শুক্রবার রাত ৮টার দিকে ফোন দিয়ে সংবাদটি প্রকাশ না করার জন্য হুমকি দিয়ে বলেন, সংবাদ প্রকাশ হলে মারপিট করে তার জবাব দেওয়া হবে। এ রিপোর্ট লেখার সময় কুমলাই প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাইনতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ হারম্নন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহম্মাদ আলীর বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অবস্থাতে বিষয়টি ছাড় দেওয়া হবেনা। এলাকাবাসি বিপুল পরিমান ইট ও মালামাল চুরি যাওয়ার বিক্ষোভ প্রকাশ করেছেন।