মহেশপুরে হাশেম খুনের ঘটনায় থানায় মামলা
মহেশপুর(ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে গরু ব্যবসায়ী হাশেম আলী (২৮) খুনের ঘটনায় ৪২ জনকে আসামি করে গতকাল শনিবার দুপুরে মহেশপুর থানায় হত্যা মামলা হয়েছে।
মামলাটি করেন নিহত গরু ব্যবসায়ী হাশেম আলীর বাবা বাদল আলী মন্ডল। মামলায় আসাদ, জহুর আলীসহ সাতজনের নাম উল্লেখ করে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে, জানাজা শেষে হাশেম আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ হত্যাকান্ড জড়িত কাউকে আটক করতে পারেনি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, আসামি ধরতে পুলিশের অভিযান চলছে। গত শুক্রবার ভোরে মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের বাদল আলী মন্ডলের ছেলে হাশেম আলী, কাজিরবেড় গ্রামের আসাদ, জহুর আলীসহ কয়েকজন পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাড়া করে। দলটি পালিয়ে বাংলাদেশ ভূখন্ডে এলে হাশেম আলীর সঙ্গে আসাদ ও জহুর আলীর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাশেম আলীকে আসাদ ও জহুর আলী পেটে ছুরি মারে বলে গ্রামবাসী জানান। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে হাশেমের মৃত্যু হয়।