রামগঞ্জে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই
মো: কাউছার হোসেন,রামগঞ্জ লক্ষ্মীপুর,প্রতিনিধি: রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের মুচার বাড়ীতে বৃহস্পতিবার সন্ধায় বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি বসত পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্থ রহমতুল্লাহ সহ এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধায় মামুন মিয়া বন্ধ ঘরে থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের রহমতুল্লাহ ,ছাফায়েত উল্লাহ, রহিমা বেগম ও ফাতেমা বেগমের ঘরে চড়িয়ে পড়ে । এসময় বাড়ি ও আসপাশের লোকজন ছুটে এসে রামগঞ্জ দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর লোকজন ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় নগদ টাকা,স্বর্নালংকার ,মূল্যবান জিনিসপত্র ও আসবাপত্রসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়।
রামগঞ্জ ফায়ার সার্বিসের প্রধান কর্মকর্তা আবদুল মোতালেব জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।