বাগেরহাটের ফকিরহাটে দুইটি স্পটে দুর্ধর্ষ ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পৃথক দুইটি স্থানে ৫জন ক্ষুদ্র ব্যাবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল ছিনতাই করেছে অজ্ঞাত ২টি মটর সাইকেলের আসা ৬ জনের একদল দূর্বৃত্ত। বৃহস্পতিবার ভোরে উপজেলার লখপুর ও কাঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভূক্তভোগী সাতবাড়িয়া গ্রামের মূতঃ সিদ্দিকুর রহমানের পুত্র জাহিদ (২৮) ও লালচন্দ্রপুর গামের অটোভ্যান চালক মৃতঃ আকমান আলীর পুত্র লাভলু (৩৪) জানান, তারা মাছ ক্রয়ের জন্য গাবখালী বাজার হতে ভ্যান যোগে লখপুর যাচ্ছিল। তাদের ভ্যানটি লখপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ শরিফ উদ্দিন মিঠুর বাড়ীর কাছে গেলে, পিছন থেকে আসা ২টি মটর সাইকেলে ৬ জনের একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে নগদ ৬ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। এ ছাড়া একই দিন ভোরে সাতবাড়িয়া গ্রামের আব্দুল মজিদ শেখের পুত্র কাচামাল ব্যবসায়ী নিজাম উদ্দিন মালামাল ক্রয়ের জন্য নিজ অটোভ্যান যোগে চুলকাঠি বাজারে যাচ্ছিল। তার ভ্যানটি পিলজংগ ইউনিয়নের কাঠালতলা রাইস মিলের পার্শ্বে আসলে পিছন থেকে আসা ৩টি মটর সাইকেলযোগে ৮/৯জনের একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা অস্ত্রের মুখে নিজামকে জিম্মি করে নগদ ৭হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। এর পূর্বে একই স্থানে আরো ২ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ১০হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলেও তার অভিযোগ। এ রির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোন মামলা দায়ের হয়নি। উল্লেখ্য, গত জুন মাসে লখপুর খাজুরা সুকদাড়া ইটভাটা কাঠালতলা সিংগাতীসহ বেশ কয়েকটি পুরাতন গ্রাম্য রাস্তায় একই ধরনের অর্ধ শতাধিক ছিনতাই এর ঘটনা ঘটেছে। কিন্তু আইন প্রযোগকারী পুলিশ কর্মকর্তারা কোন ছিনতাইকারীকে মটর সাইকেল সহ আটক করতে পারেনি। যে কারনে ঐ সব স্থান সমূহে একেরপর এক ছিনতায়ের ঘটনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *