চুয়াডাঙ্গার মদনা গ্রামে বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে চাচা নিহত; চাচি মারাত্বক আহত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজাদের দায়ের কোপে নিহত হয়েছেন চাচা রহমতুললা । মারাতœক আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপালে চিকিৎসাধিন রয়েছেন চাচি আমেনা বেগম । তার অবস্থা আশংখা জনক। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.জাকারিয়া আলম জানান, বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে মদনা গ্রামের উত্তরপাড়ার মরহুম আবুল কাশেমের ছেলে আইনাল, ফরজ ও তাদের মা মরহুম আবুল কাশেমের স্ত্রী মিনা খাতুন তার আপন চাচা মরহুম ছামসুদ্দিনের ছেলে রহমতুললা (৫৫) কে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় রহমতুললার স্ত্রী আমেনা বেগম (৪৮) ঠেকাতে গেলে তাকেও তারা কুপিয়ে মারাতœক আহত করে। মারাত্বক আহত অবস্থায় আমেনা বেগমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশন্কা জনক।
তিনি আরো জানায়, মদনা গ্রামের মরহুম রইছদ্দিনের দুই ছেলে রহমতুললা ও আবুল কশেমের ছেলেদের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় গত বছর দেড়েক আগে রহমতুললার ছেলে জয়নাল আবেদীন ও আব্দুল আলিমের হাতে তাদের চাচা আবুল কাশেম নিহত হয়। এ ঘটনার জের ধরে মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আবুল কাশেমের ছেলে আইনাল ও ফরজ এবং তার চাচা রহমতুললাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা এবং সেই সঙ্গে তাদের চাচিকে তারা কুপিয়ে মারাত্বকভাবে জখম করে। চাচি আমেনা বেগম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দামুড়হুদা মডের থানার ওসি তদন্ত ফকির আজিজুর রহমান জানান, নিহত রহমতুললাহর মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে এবং তার স্ত্রী আমেনা বেগমকে হাসপাতালে ভর্তী করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ কাউকে আটক করতে পারেনি। থানায় মামলা হয়েছে।