লোহাগড়ায় ঈদের কেনাকাটায় ধুম পড়েছে ফ্যাশন হাউজ ও দর্জিবাড়িতে

Lohagara Pic(2)কাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতা সাধারণকে আকৃষ্ট করতে ফ্যাশন হাউজ গুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। লোহাগড়া বাজারের বিভিন্ন সড়কে ছোট বড় দোকান ভাড়া নিয়ে ফ্যাশন হাউজ ও তৈরী পোশাকের দোকান দিচ্ছে নতুন নতুন ব্যবসায়ীরা। ফ্যাশন হাউজ ও তৈরী পোশাকের দোকানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই কসমেটিক্স বিতানগুলো। ঈদকে সামনে রেখে লোহাগড়ায় ফ্যাশন হাউজগুলোয় কেনাবেচার ধুম পড়েছে। গতবারের তুলনায় এবার দাম বেশি। তবে পোশাকে এসেছে বেশ বৈচিত্র। প্রতিষ্ঠানের সাজসজ্জার কাজ সম্পন্ন করেই মালিকেরা শুরু করেছেন বিকিকিনি। নতুন নতুন দোকানে ইতিমধ্যে তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। শতরূপা, কোমল ফ্যাশান, নাঈশ ফ্যাশান, স্বপ্নসিড়ি লেডিসকর্ণারসহ অন্যান্য ছিট কাপড় ও তৈরী পোশাকের দোকানে সন্ধ্যার পর পরই ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। ছিট কাপড়ের দোকানে পছন্দের পোশাক তৈরীর জন্য দর্জিদের কাছে ভিড় করছে তরুণীরা। গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি হওয়ায় নিম্নবিত্তরা পড়েছেন বিপাকে। অবশ্য নিম্নবিত্তদের কথা চিন্তা করে ইতিমধ্যে প্রেসক্লাবের সামনে ফুটপাতে বেশ কয়েকটি পোশাকের দোকান দিয়েছে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। বাজারের ভেতরের চেয়ে এইসব মার্কেটে জমে উঠেছে বেচাকেনা। এবার পোশাকে পাশ্চাত্যের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তরুনীদের কাছে বেশি পছন্দ ভারতীয় স্টার জলসার সিরিয়ালের কিরনমালা, মাচাককালি, ফ্লোরটাস ইত্যাদি পোশাক বিক্রি হচ্ছে দেদারসে। দোকানীদের দম ফেলার ফুসরত নেই। লোহাগড়া বাজারের কসমেটিকসের তিথি-তিশা দোকানের মালিক লিটু শেখ এবং জননী কসমেটিকসের দোকান মালিক মোঃ সবুজ বলেন, গতবারের তুলনায় ক্রেতা বেশি,কেনাবেচাও বেশি। তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কেনাবেচা বেড়েছে বলে তারা জানান। পোশাকের পাশাপাশি কসমেটিক্স,র দোকানগলোতে ভিড় বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *