“বাংলাদেশ পুলিশ বাহিনী” বাংলাদেশের জনগনে একমাত্র প্রকৃত বন্ধু, তাদের নিয়ে মিথ্যা তথ্য বর্ণনা করা ঠিক নয় প্রিয় দেশের রাজনৈতিক সম্মানিত নেতৃবৃন্দ ও নেতাগন।

শেখ রবিউল ইসলাম : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কথাটিকে মনে প্রানে আমরা স্বীকার করি। এদেশের মাটিতে আজ অবদি যারা বসবাস করছি তাদের প্রত্যেককে স্বীকার করতে হবে আমরা বাংলাদেশী। সে দেশের একটি প্রতিষ্ঠিত বাহিনীকে নিয়ে মিথ্যাচার করাটাকি ঠিক? দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে যে বাহিনীটির সদস্যরা তাদের জীবন বাজী রেখে প্রতিটি ক্ষেত্রে আগলে রাখে তাদেরকে নিয়ে কিছু কিছু রাজনৈতিক নেতা নেত্রীগন যখন খারাপ কিছু বলে সেটা অত্যান্ত দুঃখ জনক, লজ্জার। এই পুলিশ বাহিনী দেশে দায়িত্ব আছে বলে এখনও টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আইন শৃংখলা ঠিক আছে। আমরা যখন ক্ষমতায় থাকি তখন আমরাই পুলিশ বাহিনীকে আমাদের মত ব্যবহার করার চেষ্টা করি। দেশের মুক্তিযুদ্ধের এই পুলিশ বাহিনী বড় ধরনের ভ’মিকা রেখেছিল তা আমাদের সকলে জানি। সে থেকে আজ অবদি প্রতিটি ক্ষেত্রেই এদের পদচারনা রয়েছে। তাদের জন্য আমরা কি পেরেছি তেমন কোন আলোচিত কিছু করতে হয়তো বা পারিনি। দেশে সরকার পরিবর্তন হয় কিন্তু পুলিশ বাহিনীর পরিবর্তন কখনো হয়নি। দেশের প্রচলতি আইন কি সবার জন্য সমান নাকি নেতাদের জন্য এক রকম আইন, ধনী লোকদের জন্য এক রকম আইন এবং গরীবদের জন্য অন্য রকম আইন। দেশে আইন ভঙ্গ করলে যে করবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে দেশের আইন। অনেকেই নিজের দোষটাকে স্বীকার করতে চান না। অনেক সময় নিজের দোষটাকে অন্যের ঘাড়ে চাপাতে পানে। সাধারন মানুষ বিশ্মিত হয়েছে সেদিন টিভি চ্যানেল গুলিতে বাংলাদেশের একজন সাবেক নেত্রীর মন্তব্যে। তিনি বলেছেন দেশ নাকি পুলিশ চালাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন নির্বাচনে অংশ না নিয়ে যে ভুলটি করেছেন যে সকল রাজনৈতিক দলগুলি। এখন ক্ষমতায় না আসতে পেরে নিজেদের দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে আপনাদের ব্যর্থতা ঢাকতে কেন এই মিথ্যাচার। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আপনারা সকলেই তো এক সময় রাজপথে ছিলেন তখনও আপনাদের পাশে ছিল আজকের পুলিশ বাহিনী। তখনকার পুলিশ বাহিনী আর আজকের পুলিশ বাহিনী একই। এদের অন্য কোন নাম আসে নি। এরা আপনার আমার কারো না কারো সন্তান। আজ দেশে যেই সরকার হয়ে আসবেন তাকেই এই পুলিশ বাহিনীকে নিয়ে তার প্রতিদিনের কার্য্য পরিচালনা করতে হয়। তাই কেন এভাবে তাদেরকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আপনাদের কাছে সাধারন জনগন চায় একটু শান্তি। চায় তাদের মৌলিক অধিকার। দেশ পরিচালনায় এসেছিলেন যে সকল সম্মানিত রাজনৈতিক নেতাগন অনেকেই আজ আমাদের ছেড়ে চলে গেছেন তাদের দিকে তাকান তারাও কখনো পুলিশ বাহিনীকে এত বড় অপবাদ দেয়নি। আগামী প্রজন্ম আপনার আমার কাছ থেকে শিকবে দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী একমাত্র এই পুুলিশ বাহিনী। এদের অবদানকে অস্বীকার করলে হয়তো নিজেকেই অস্বীকার করা হবে। শহর থেকে গ্রামঞ্চলে অতন্ত্র প্রহরী হয়ে যারা নিজেদের আত্মীয় পরিজন ছেড়ে সারা বাংলাদেশকে আগলে রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে রাষ্ট্রের এমন কোন ক্ষতি হবেনা বরং তাদের ভাল কাজগুলি তাদের সাহষিকতা তাদের জীবন বাজী রেখে যে সেবা প্রদান করছে এটাই কম কিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *