বালিয়াকান্দিতে ৩৫ হাজার টাকার জালনোট সহ আটক ১
রঘুনন্দন সিকদার, রাজবাড়ী (বালিয়াকান্দি):
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ ৩৫ হাজার টাকার জালনোট সহ আটক করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম স্বদেশ কুমার সরকার (২০)। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের স্বপন কুমার সরকারের ছেলে। রোববার দিবাগত রাত ১০ টার দিকে বালিয়াকান্দির বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকাল ১১টায় বালিয়াকান্দির থানা অফিসার ইনচার্জ এসএম শাহজালাল প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার রাত ১০ টার দিকে বাসষ্ট্যান্ড থেকে জনগন ২ টা ১ হাজার টাকার জালনোটসহ স্বদেশকে আটক করে থানা পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে রাতে বিশেষ অভিযান চালিয়ে ৬ টি ৫ শত টাকা ও ৩২টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসময় তার কাছে থাকা সোনালী ব্যাংকের একটি নকল সীল, প্যাড ও ব্যাগ জব্দ করা হয়। এসময় তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে এই চক্রটি রাজবাড়ী কলেজ পাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন এ জেলায় এই ব্যবসা করে আসছিল। তারা ঢাকা থেকে এই জালটাকা সংগ্রহ করত বলে জানায়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানার এসআই মোশারফ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।