ইউনিয়ন চেয়ারম্যান মিহির মন্ডলের ক্ষমতার জোর কোথায়?
অপরাধ তথ্যচিত্র ডেস্ক : গত ইং পহেলা জুন ২০১৫ তারিখ জাতীয় “অপরাধ তথ্যচিত্র” পত্রিকায় প্রকাশিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই সেই মিহির মন্ডল শিরোনামকে কেন্দ্র করে মিহির মন্ডল এলাকার অপরাধ তথ্যচিত্র পত্রিকার সকল সাংবাদিককে ভয়ভীতি ও বিভিন্ন হুমকি দিচ্ছে। মিহির মন্ডল একবার একে বলছে, তুই লিখেছিস আর একবার ওকে বলছে তুই লিখেছিস। এভাবে সবাইকে দোষ দিচ্ছে আর বলছে কোর্টে মামলা দিয়েছি পত্রিকা বন্ধ করে দিব। মামলা আছে তাই বলে পঞ্চাশটা। যে কয়টা আছে তা মিথ্যা মামলা। বাজুয়া চুনকুড়ি বাধে অপু বিশ্বাস, অশোক মন্ডল, শ্যামল মন্ডল, অপরাজিত মন্ডল (অপু), আওয়ামীলীগ সভাপতি, বাজুয়া ইউনিয়ন সহ অনেকের সামনে মিহির মন্ডল তবিয়াজ সরকারের দোষ দিলে তারা প্রতিবাদ করে। এলাকাবাসীর ভাষ্যমতে মিহির মন্ডল হুন্ডায় চড়ে গুন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদের মারার জন্যে। আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় তাপস মহালদারকে মেরে ফেলার জন্য সে নাকি এক লক্ষ টাকা ঘোষণা দিয়েছে। এদের পক্ষে কথা বললে মান-সম্মান সহ বিভিন্ন ভাবে হয়রানী করবে। এ ব্যাপারে দাকোপ থানায় একটি জি.ডি হয়, যার নং- ১১৭৪, তারিখ- ২৯/০৬/২০১৫ ইং। অত্র পত্রিকার দাকোপ থানা প্রতিনিধিগণ আতঙ্কে দিন কাটাচ্ছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা গেল। সঙ্গে সঙ্গে জানার ইচ্ছা রইল চেয়ারম্যান মিহির মন্ডলের এতো ক্ষমতার উৎস কোথায়? প্রশাসন, রাজনীতি না অশুভ কোন শক্তি?