সান্তাহারে জমে উঠেছে আমের বাজার

PIC 28.06.15সাগর খান, আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলওয়ে জংশন স্টেশনের পাশে জমে উঠেছে বিশাল আমের বাজার। বছরের এই সময়টিতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আম ব্যবসায়ীরা এই স্থানে বিভিন্ন জাতের আম নিয়ে এসে আম বাজার সৃষ্টি করে। প্রতিদিন সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বাজারে আমের বেচাকেনা হয় রাত ১২টা পর্যন্ত। বৃহত্তর সান্তাহার, আদমদীঘি, ছাতিয়ানগ্রাম, নওগাঁ অঞ্চলের ক্রেতারা এ বাজার থেকে আম কিনে নিয়ে যায়। বগুড়া, রংপুর অঞ্চলের পাইকারী ব্যবসায়ীরাও এখান থেকে আম পাইকারী কিনে নিয়ে যায়। আম ব্যবসায়ীরা বেশির ভাগ আম সংগ্রহ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আম সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসে। ব্যবসায়ীগণ আমের বাগান থেকে আম সংগ্রহ করে বিভিন্ন টুপরি (ঝুড়ি) করে ট্রাকে অথবা ট্রেন যোগে সান্তাহার এই বাজারে আম সংগ্রহ করে। আমের ব্যাপক চাহিদা থাকার কারণে প্রতি বছরের মত এ বছরও রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আমের বাজারে ব্যাপক আম সরবরাহ করছেন। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ব্যবসায়ী ফরিদ উদ্দীন জানান, তিনি প্রতি বছর সান্তাহারের এই বাজারে আম নিয়ে আসেন এবং ভাল মুনাফা পান। গত বছর আমি সান্তাহার বাজার থেকে ৪০ হাজার টাকা মুনাফা হয়েছে তার। এই আম বাজারে ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা কেজি দরে বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে। যে আমগুলি এ বাজারে পাওয়া যায় তার মধ্যে খিরসা পাতি, গোপাল ভোগ, লক্ষণা, মহন ভোগ, হিম সাগর, আম রূপালি, ফজলি, আশ্বিনা, হাড়ি ভাঙ্গা, নেংড়া, মিছরি ভোগ, সিন্দুরী, আটি গুটি আম অন্যতম। আম ক্রেতা আরিফুল ইসলাম স্বপন বলেন, এই আম বাজারে আমের দাম সহনশীল হওয়াতে এবং নানা জাতের আম পাওয়াতে তিনি প্রতি বছর এখান থেকে আম কিনে যায়। প্রায় তিন মাস ধরে চলে এই আম বাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *