চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক ব্যবসায়ীর বছরের ১ জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত থেকে মাদক সহ আটক সাকি বিশ্বাস কে(৩৫) ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার বেলা ১১ টায় দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান এ রায় দেন। বিজিবি জানায়, রোববার সকালে সুলতানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে নাস্তিপুর সীমান্তে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে সাকি বিশ্বাসকে ২০ বোতল মদ ও ১০ বোতল ফেনসিডিল সহ আটক করে। পরে বেলা ১১টার দিকে তাকে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসারের কক্ষে হাজির করলে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিট্রেট ফরিদুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ (ঘ) ধারায় দোষী সাবস্ত্য করে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।