কয়রায় বোমা তৈরীর প্রশিক্ষণকালে ২৪ মহিলা জামাত কর্মী আটক

26 JUnকয়রা থেকে আশরাফ হোসেন: কয়রা উপজেলার গোবরা গ্রামের মহিলা জামাতী ইসলামের কর্মীদের বোমা তৈরীর প্রশিক্ষণের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২৪ জন কে আটক করেছেন। জানা গেছে, রোববার দুপুর অনুঃ ১২ টার সময় কয়রার জামাত অধ্যুষিত গোবরা গ্রামের উপজেলা জামাতের রোকন মাওঃ আঃ হাই মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে ৩ টি হাত বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জাম সহ ২৯ মহিলা জামাত ও ইসলামী ছাত্রী সংস্থার কর্মীকে পুলিশ আটক করে। এর মধ্যে ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, পূর্ব ঘোষণা মোতাবেক শতাধিক জামাতী ইসলামের মহিলা কর্মীকে প্রত্যন্ত এই গ্রামে এনে সকাল ৯ টা থেকে প্রশিক্ষণ শুরু করে। তবে খবর পেয়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে ৪ জন মহিলা পুলিশ সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২ টার সময় তাদের আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন। সূত্র জানায়, উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা মহিলা জামাতের প্রধান কয়রা উপজেলা চেয়ারমান মাওঃ তমিজ উদ্দীনের স্ত্রী সাহিদা খাতুন, জামাত নেতা ডাঃ শাহানুরের স্ত্রী তাছলিমা, ডাঃ মাকছুদুরের স্ত্রী নূরুন্নাহার ও অপর নেত্রী খাদিজা বেগমের নেতৃত্বে উক্ত প্রশিক্ষণ চলছিল এবং এর সকলেই মহিলা জামাতের রোকন। উক্ত ৪ নেত্রী পুলিশের উপস্থিতি জানতে পেরে আগেই পালিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ জানায়, আটক জামাত কর্মীদের মধ্যে কয়েক জন স্কুল ও মাদ্রাসার ছাত্রী আছে। তিনি বলেন, পবিত্র রমজানের অজুহাতে তারা মহিলা কর্মীদের একত্রিত করে বোমা তৈরী সহ সরকার পতনের বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছিলেন। আটককৃত হলেন- ফতেমা, শাকিলা, তানজিলা, আছিয়া, আসমা, শাহিনা, মমতাজ, হালিমা, লাইলী, আশুরা, মরিয়ম, তহুরা, জহুরা, আসমা, তাসলিমা, মমেনা, কোহিনুর, খালেদা, আয়েশা, নাজমা, আনোয়ারা, ইসমোতারা, সুুফিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *