পবিত্র রমজান মাসে সাপাহারে বিদ্যুতের লাগামহীন লোডসেডিং জনজীবন অতিষ্ঠ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : পবিত্র রমজান মাসে সরকার ঘোষিত সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবারহের কথা থাকলেও নওগাঁ জেলার সাপাহার উপজেলায় সরকারের সে ঘোষনা একেবারে ভেস্তে গেছে। এ উপজেলার গ্রামঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত তো দুরের কথা বিদ্যুত গ্রাহকগন টানা দু’ এক দিন বিদ্যুতের কোন আলোই দেখতে পান না। বর্তমানে উপজেলাবাসী বিদ্যুতের অসহনীয় লাগাতার লোডসেডিংএ অতিষ্ঠ হয়ে উঠেছেন। দু’ এক দিন পর বিদ্যুত এলেও তা আবার দু’ এক ঘন্টাকাল স্থায়ী হয়না। উপজেলার হাপানিয়া, দিঘীর হাট, কলমুডাঙ্গা আশড়ন্দ, নিশ্চিন্তপুর সহ একাধিক গ্রাম ঘুরে বিদ্যুত লোডসেডিং এর একই চিত্র দেখা গেছে ও একই কথা শোনা গেছে, গ্রাম বাসীর কথা বিদ্যুত শুধু আসে আর যায়। উপজেলাবাসীর আশা ছিল বিদ্যুতের লোডসেডিং থাকলেও হয়তো ইফতার ও সেহরীর সময় বিদ্যুত সরবারহ ঠিক থাকবে। কিন্তু বর্তমানে উপজেলাবাসীর সে আশার মুখেও ছাই পড়েছে। বিদ্যুত কখন আসে আর কখন যায় তা একমাত্র বিদ্যুতের লোকজনই জানে। উপজেলার সাধারণ মানুষ থেকে অভিজ্ঞমহল আক্ষেপ করে বলেছেন যে এই সময়ে কোন ইরিগেশন বা সেচ মৌসুম নয় বিদ্যুতের লোডশেডিং থাকার কোন যুক্তি নেই কেন এই সময়ে বিদ্যুতের এত লোড শেডিং তারা এ প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি করেছেন। সে সাথে পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের পবিত্র রোজাব্রত সুষ্ঠভাবে পালন করার জন্য একটু হলেও বিদ্যুত সরবারহের উন্নতি ঘটানোর জন্য এলাকাবাসী বিদ্যুত বিভাগের কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। উপজেলায় লাগামহীন লোডসেডিং এর বিষয়ে পতœীতলা পল্লীবিদ্যুত জোনাল অফিসার ডি জি এম কে বার বার ফোন করেও ফোনের কোন রিসিভ না হওয়ায় নওগাঁ পল্লীবিদ্যুত অফিসের জেনারেল ম্যানেজার এর সাথে কথা হলে তিনি বলেন যে মেইন লাইনে বিদ্যুত সরবরাহ ঠিক রয়েছে সে হিসেবে কোথাও লোড সেডিং হওয়ার কথা নয় সাপাহারে হয়তো যান্ত্রীক কোন ত্রুটির কারণে লোড সেডিং হচ্ছে তবে অতি শিঘ্রই তা সারানো হবে বলে জানান। বর্তমানে পবিত্র রমজান মাসে সাপাহার উপজেলাবাসী বিদ্যুতের অসহনীয় লোডসেডিং ও ভেল্কিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *