বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক

Bgb atok pictureবেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার আমড়াখালী চেকপোষ্টের পাশে পাকা রাস্তার উপর থোকে বৃহস্পতিবার রাতে রাজস্ব ফাঁকির ভারতীয় বিপুল পরিমান গার্মের্ন্টস সামগ্রী,জুতা,ইলেকট্রিক সামগ্রী ও খাদ্য সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এক প্রেস নোটে জানান, ভারতীয় বিপুল পরিমান বিভিন্ন মালামাল সীমান্ত পার হয়ে যশোরের দিকে নিয়ে যাচ্ছে চোরাচালানীরা। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে আমড়াখালী পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আমদানীকৃত মোট ২২০ প্যাকেজ ৭৮ লাখ ৭২ হাজার ২শ’ কেজি ভারতীয় বিভিন্ন প্রকারের বেবী গার্মেন্টস, ব্লেড, চকলেট, ক্লথ ইন লেন্থ, ইলেকট্রিক পার্টস, ফ্রেস ওয়াস , ফাইবার পেপার, হেলমেড, হর্ণ, লেডিস পার্টস, কালী, ক্যাডমিয়াম বার, প্লাষ্টিক বিডস, পাঞ্চার ইস্টিকার, রেজিন গাম, শাড়ী, স্যান্ডেল, ফ্যান কয়েল বান্ডিং মেশিন, ডাইস আটক করতে সক্ষম হয়। ওই সময় মালামালের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয় নাই। আটককৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ৩ কোটি ৯৫৪ টাকা। আটককৃত মালামাল যশোর কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *