তথ্যমন্ত্রীসহ ২৫ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকির প্রতিবাদে পলাশবাড়ীতে জাসদের মানববন্ধন ও সমাবেশ

Noman_1আশরাফুল ইসলাম : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা জাসদের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা জাসদের সহ-সভাপতি ও পলাশবাড়ী উপজেলা জাসদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নূরুজ্জামান প্রধানের সভাপতিত্বে সহ¯্রাধিক জাসদ নেতাকর্মীদের অংশগ্রহণে স্থানীয় চৌমাথায় রংপুর-বগুড়া মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, সহ-সভাপতি জিয়াউল হক জনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহমান সরকার, ডেপুটি কমান্ডার মজিবর রহমান, উপজেলা জাসদের সহ-সভাপতি আবু এহিয়া খান, আব্দুল মজিদ আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সদর ইউনিয়ন জাসদের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রধান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বাবু, ছাত্রলীগ নেতা ও গণজাগরণমঞ্চের মুখপাত্র আশরাফুল ইসলাম, পলাশবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি গোলজার রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা শিমুল প্রমূখ। বক্তারা বলেন, ৭১-সালে মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে ১৪ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশ মেধা শূণ্য করার জন্য বুদ্ধিজীবীদেরকে নির্বিচারে হত্যা করেছে। ঠিক সেই কায়দায় বর্তমানে দেশের প্রগতিশীল ও দেশপ্রেমিক বিশিষ্টজনদেরকে জঙ্গীবাদীরা হত্যার হুমকি প্রদান করছে। এই হত্যার হুমকির অংশ হিসেবে জাসদ সভাপতি ও মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ বিশিষ্ট ব্যক্তিবর্গকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে। বক্তারা জঙ্গীবাদীদের এই হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানান এবং হুমকিদাতাদেরকে খুজে বের করে আইন আমলে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা জঙ্গীবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশ টিকে রাখার লক্ষ্যে স্বাধীনতার পক্ষের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তথ্যমন্ত্রীসহ ২৫ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকির প্রতিবাদে
পলাশবাড়ীতে জাসদের মানববন্ধন ও সমাবেশ
আশরাফুল ইসলাম : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা জাসদের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা জাসদের সহ-সভাপতি ও পলাশবাড়ী উপজেলা জাসদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নূরুজ্জামান প্রধানের সভাপতিত্বে সহ¯্রাধিক জাসদ নেতাকর্মীদের অংশগ্রহণে স্থানীয় চৌমাথায় রংপুর-বগুড়া মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, সহ-সভাপতি জিয়াউল হক জনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহমান সরকার, ডেপুটি কমান্ডার মজিবর রহমান, উপজেলা জাসদের সহ-সভাপতি আবু এহিয়া খান, আব্দুল মজিদ আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সদর ইউনিয়ন জাসদের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রধান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বাবু, ছাত্রলীগ নেতা ও গণজাগরণমঞ্চের মুখপাত্র আশরাফুল ইসলাম, পলাশবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি গোলজার রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা শিমুল প্রমূখ। বক্তারা বলেন, ৭১-সালে মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে ১৪ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশ মেধা শূণ্য করার জন্য বুদ্ধিজীবীদেরকে নির্বিচারে হত্যা করেছে। ঠিক সেই কায়দায় বর্তমানে দেশের প্রগতিশীল ও দেশপ্রেমিক বিশিষ্টজনদেরকে জঙ্গীবাদীরা হত্যার হুমকি প্রদান করছে। এই হত্যার হুমকির অংশ হিসেবে জাসদ সভাপতি ও মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ বিশিষ্ট ব্যক্তিবর্গকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে। বক্তারা জঙ্গীবাদীদের এই হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানান এবং হুমকিদাতাদেরকে খুজে বের করে আইন আমলে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা জঙ্গীবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশ টিকে রাখার লক্ষ্যে স্বাধীনতার পক্ষের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *