লোহাগড়ায় সেনা সদস্য শফিকুল কে স্বামী হিসাবে দাবী করা ও কথিত স্ত্রী ববিতাকে নির্যাতনের কথা মিথ্যা বলে দাবী করে সংবাদ সম্মেলন করেছে স্ত্রীর মাহামুদা আক্তার
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনা সদস্য শফিকুল শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কথিত স্ত্রী ববিতা খানমের মা খাদিজা বেগমের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শফিকুলের স্ত্রী মাহামুদা আক্তার সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বুধবার দুপুরে লোহাগড়া মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমি মাহামুদা আক্তার সেনাসদস্য শফিকুলের এক মাত্র স্ত্রী। আমার সাথে গত ২০১২ সালের ১ মে লোহাগড়ার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনা সদস্য শফিকুলের সাথে রেজিষ্ট্রি কাবিনমুলে বিয়ে হয়। আমার স্বামীসহ তার পরিবারের লোকদের হয়রানি করার জন্য গত ২৯ এপ্রিল এড়েন্দা গ্রামের ইসমাইল মোল্লার মেয়ে ববিতা শফিকুলের স্ত্রী হিসেবে দাবী করে আমার শ্বশুর বাড়িতে উপস্থিত হয়। এ সময় আমার শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে দেয়া হয়। পরে কথিত স্ত্রী ববিতার মা বাদি হয়ে আমার স্বামী শফিকুলসহ আমার শ্বশুর, চাচা শ্বশুরসহ শ্বশুর বাড়ির অন্যান্য লোকজনদের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে হয়রানীর উদ্দেশ্যে লোহাগড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। অথচ ঘটনার দিন ২৯ এপ্রিল আমি ও আমার স্বামী শফিকুল আমার মামা বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার নয়াচর আরসিন গ্রামে অবস্থান করলেও আমার স্বামীর সহযোগিতায় কাশিপুর ইউপি আওয়ামি লীগ নেতা আজিজুর রহমান আরজু গাছের সাথে বেধে ববিতা নামের কথিত স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে। ববিতার এই দাবী স¤পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।তাছাড়া, গত ২০১৩ সালের ২১ জানুয়ারি আমার শ্বশুর ছালাম শেখ স্থানীয় কাশিপুর ইউপির চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানের পারিবারিক আদালতে ববিতার কথিত বিয়ের দাবীর প্রেক্ষিতে বিষয়টি সুরাহার আবেদন করেন। এ সময় চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে নোয়াপাড়া ম্যারেজ রেজিস্টার সুলতান আহমেদ জানান, ববিতার দাবী মোতাবেক শফিকুল ও ববিতার মধ্যে বিয়ের কোন রেজিস্ট্রি তার কার্যালয়ে করা হয়নি। এরপর চেয়ারম্যান পারিবারিক আদালত হতে এই মর্মে প্রত্যায়ন দেন যে, শফিকুলের স্ত্রী হিসেবে ববিতার দাবী মিথ্যা । এ ছাড়া চেয়ারম্যান মতিয়ার রহমান আমার স্বামীর কর্ম স্থলেও ববিতার সাথে শফিকুলের বিয়ের কাবিন নামা মিথ্যা প্রমান করে লিখিত প্রতিবেদন প্রেরন করেন । সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহামুদার ফুফু ডলি বেগম, চাচী শাশুড়ি রতœা বেগম, আ’লীগ নেতা শফিকুল আলম, আব্দুল্লাহ আল মামুন হিটলার প্রমুখ