চিতলমারীর প্রধান সড়কের বেহাল দশা

Chitalmari Photo 24.06.2015মুন্সী দেলোয়ার হোসেন (বাগেরহাট) চিতলমারী: বাগেরহাটের চিতলমারীতে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ প্রধান সড়কের অবস্থা অত্যান্ত নাজুক। এ সড়কের অবস্থা খারাপ হওয়ার কারণে জনজীবনে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। সড়কের গর্তে বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে দেখা যায় প্রকৃতির প্রতিচ্ছবি। প্রতিনিয়ত জমে থাকা কাঁদাপানি ছিটে পোষাক পরিচ্ছদ নষ্ট হচ্ছে। অতিসত্বর এ উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না করলে যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়বে। সরেজমিন ঘুরে দেখাগেছে, উপজেলা পরিষদ থেকে চিতলমারী বাজারে প্রবেশের প্রধান সড়ক কাঁদাসহ খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বর্ষা মৌসুমে এক গর্ত থেকে উঠে আর এক গর্তে পড়ার সময় তাল সামলাতে পারছেনা গাড়ী চালকেরা। ফলে গাড়ি বিকল হয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। ভ্যান, ইজিবাইক, নছিমন উল্টে দূর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। স্কুল কলেজগামী ছাত্র ছাত্রী ও কোমলমতি শিশুসহ জনসাধারন প্রতিনিয়ত কাঁদা পানিতে ভিজে যাওয়ায় তাদের চেনার উপায় থাকে না। এ রাস্তা মেরামত হবার কিছুদিন পর আবার তা পূর্বের অবস্থা ধারন করে। সড়কের বেহাল দশায় ভোগান্তির শেষ নেই এ উপজেলার মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *