দামুড়হুদায় ভ্রাম্যমান আদালতে মাদক পাচারকারীর ৬মাসের কারাদন্ড
হবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নিমতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলর আকন্দবাড়ীয়া গ্রামের লাল মোহাম্মদ এর ছেলে আঃ হামিদ মন্ডল কে (৩০) ১৫ বোতল ভারতীয় মদ ও ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে আটককৃত আসামীকে বিজিবি সদস্যরা দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসারের অফিস কক্ষে হাজির করে। উপজেলা নির্বাহি অফিসার ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান মাদক পাচারকারী হামিদ মন্ডলকে (৩০) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ (ঘ) ধারায় দোষী সাবস্ত্য করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন