কাহালু উপজেলা সাময়িক বরখাস্ত কৃত ভাইস চেয়ারম্যান সাইফুলের সংবাদ সম্মেলন
কাহালু(বগুড়া)প্রতিনিধি: বগুড়া জেলার মধ্যে আমি এক মাত্র ক্ষমতাসীন দলের নিবৃাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান। স্খানীয় ইউ এন ও এবং থানা অফিসার ইনর্চাজ বি এন পি -জামায়াত কে আড়াল করতেই আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রেরন করার কারণে আমি সামাজিক ভাবে হেয় প্রতিপর্ন হয়েছি। গত বুধবার দুপুরে কাহালু উপজেলার সাময়ীক বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনের পূর্বে উল্লেখিত বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ কাযালয়ে এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা স্বেচ্ছ সেবকলীগ এর যুগ আহবায়ক রুহুল আমিন প্রমূখ। লিখিত বক্তব্যতে উল্লেখ করা হয় যে আমার বিরুদ্ধে কাহালু থানায় -২ নং মামলা (জি.আর-৬৪/১০) দায়ের হয়। উক্ত মামলাটি বগুড়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মহোদয় আদালত কর্তৃক ২৭/১১/২০১১ তারিখে নিশপত্তি হয়েছে। নির্বাচিত জন প্রতিনিধিদের বিরূদ্ধে দায়ের কৃত মামলার সর্বশেষ তথ্য বিবরিনিতে গত ১১/০৫/২০১৫ তারিখে উপজেলা নিবাহী অফিসার তাসলিমা খাতুন ও থানা অফিসার ইনর্চাজ সমিত কুমার কন্ডু উক্ত মামলার তথ্য দিতে গিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ উপজেলা -১প্রেরন করায় উক্ত শাখা সিনিয়র সহকারী সচিব লৎফুন নাহার রাষ্টপতির আদেশ ক্রমে গত ১৭ জুন/২০১৫ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে উপজেলা ভাইস চেয়্যারমান পদ হতে সাময়িক বরখাস্ত করায় আমি এর তীব্র পতিবাদ জানাচ্ছি। আমি এর পতিকার চেয়ে ইতি মধ্যে সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় ও জেলা প্রসাশক বরাবর আবেদন করেছি।