আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুছ আলীকে বরখাস্ত
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুছ আলীকে একটি নাশকতার মামলায় অভিযোগ পত্র আদালতে গৃহিত হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-১ এর ৪৬.০৪৬.০২৭.০০.০০.০৬৮.-২০১৫/৭২৮ স্বারকে সিনিয়র সহকারী সচিব লুৎফন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপন সুত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইউনুছ আলীর বিরুদ্ধে একটি নাশকতা মামলায় ২০১৪ সালের মামলা নং-২ এর অভিযোগ পত্র বিজ্ঞ আদালত কতৃক গ্রহিত হওয়ায় তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি মর্মে সরকার মনে করেন। সেহেতু উপজেলা পরিষদ আইন ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধনী) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ধারা ১৩(খ) অনুসারে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইউনুছ আলীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রেজাউল করিম বরখাস্তের প্রজ্ঞাপন পাওয়ার কথা স্বীকার করেন। উল্লেখ্য আদমদীঘি উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ আলী উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির বলে জানা গেছে।