আত্রাইয়ে বৃহত্তর বিলের সুপরিকল্পনা গ্রহন প্রয়োজন

রুহুল আমিন, আত্রাই( নওগাঁ)থেকে : নওগাঁর আত্রাইয়ে বৃহত্তর একটি বিল যার নাম হলো বিল মাগুরা । নওগাঁর আত্রাই উপজেলা ও প¦াশবতী নাটোর জেলার নলডাঙ্গার থানার হাজার হাজার মানুষ এ মাঠে চাষাবাদ করে থাকে । কিন্ত অপরিকল্পিত ভাবে এ বিলের চারদিকে বাঁধ ও পানি নিস্কাশন করার ফলে হাজার হাজার একর জমিতে মাত্র ত্রকটি ফসল ফলে । এতে করে এলাকার কৃষির সাথে জড়িত মানুষ গুলো দিন দিন অতল গহবরে তোলিয়ে যাচেছ। উপজেলা খোদ্দবোলিয়া গ্রামের লুৎফর রহমান, হাফিজুর রহমান, সিদ্দিকুর রহমান, বিপ্রবোয়ালিয়া গ্রামের রেজাউল করিম টিপু ,আব্দুল হাকিম, ওহিদুর, শিকারপুর গ্রামের হেলাল ,বৈঠাখালী গ্রামের আশরাফুল চঞ্চলসহ অনেকে জানান, পরিকল্পনা না থাকায় এ বিলের জমিতে মাত্র একটি ফসল উৎপাদিত হচেছ যদি সঠিক পরিকল্পনা গ্রহন করলে এবিলে দুইটি করে ফসল ফলানো সম্ভব । এছাড়া ধান ও মাছ চাষ করা যেতে পারে এতে করে কোটি কোটি টাকা আয় হবে যা থেকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব পাবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ । এদেশের শতকরা ৮০ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কৃষির উপর নিভর করে। কিন্ত সেই কৃষি আজ অবহেলিত যা কোনো ভাবে মেনে যাওয়া যায় না । বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৪বছর পরও আর্মা যেন পরাধীন রয়েছি। যে কৃষি মাঠে রোদ বৃষ্টি ও প্রাকৃকিত দূর্যোগ উপেক্ষা করে খাদ্য শষ্য উৎপাদন করে থাকে এবং যে কৃষক দেশকে খাদ্য স:য়স্পূন অর্জন করে সেই কৃষক দিন দিন অতল গহবরে তোলে যাচেছ । সরকার আসে সরকার যায় কৃষকের ভাগ্যের উন্নতি হয় না । নির্বাচনের আগে সব দলই কৃষককে আমরা উন্নতির দিকে ধাবিত করবো আরো কত কিছু বলে কৃষকের ভোট ব্যাংক থেকে ভোট নিয়ে আর কোনো খবর থাকে না বা রাখে না । আবার অনেকেই বলতে শুনা যায় আমরা ৃকৃষক বন্ধব সরকার । নির্বাচিত হওয়ার পর দেখা যায় কৃষকদের দিকে নজর রাখার সময় থাকেনা। যে কোনো রাজনৈতিক দলের একজন কর্মী হলে সরকার গঠন করার পর দেখা যায় সেই কর্মী ফুলে কলা গাছ হয়ে যায় । কৃষক তাদের জমিতে ফসল উৎপাদন করতে গিয়ে যেমন সার বীজ সেচ কীটনাশকসহ কৃষি উপকরনের অতিরিক্ত মূল্যে দিয়ে কিনতে হয় কিন্ত তাদের উৎপাদিত ফসল বাজারে বিক্রয় করতে গেলে ন্যায্যা মূল্য পায় না এবং কৃষকদের উৎপাদিত ফসলের করতে যে খরচ হয় অনেক সময় খরচটুকু উঠে আসেনা এতে কৃষক দিশে হারা হয়ে পরে । সরকার যদি এ দেশের এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কি ফসল উৎপাদন হয় তা তদারকি করে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যা মূল্য দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করত তাহলে কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্যা মূল্য পেত। বাংলাদেশ জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষীত সংসদ মনোনীত করা হয় ঠিক তেমনি ভাবে কৃষকদের কথা বলতে জাতীয় সংসদে কৃষকদের মধ্যে হতে সংরক্ষীত কৃষক সংসদ মনোনীত করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *