নাগরপুরে অবাধে চলছে জায়গা দখলের প্রতিযোগিতা

SAM_5076(1)নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে চলছে সরকারি জায়গা দখলের প্রতিযোগিতা। রাতের আধারে যে যেভাবে পারছে ইচ্ছে মাফিক পজিশন নিয়ে দোকান ঘর নির্মাণ করে যাচ্ছে। ফলে বেহাত হতে চলেছে কোটি কোটি টাকা মূল্যের সরকারের প্রায় ৫ একর মূলবান জমি।নাগরপুর হাসপাতাল কর্তৃপক্ষ অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ ও নির্মাণ কাজ বন্ধ করতে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ভাবে জানানোর পরেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষ নীরব রয়েছে। সরেজমিন উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া এলাকায় গিয়ে প্রভাবশালী ভুমিদস্যুদের ভয়াবহ দখলের সত্যতা মেলে। অনুসন্ধানে জানা যায়, উপজেলার সলিমাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নামে ৫ একর ৮ শতাংশ ভূমি রয়েছে। এর মধ্যে মাত্র ৯৯ শতাংশ ভূমি রয়েছে হাসপাতালের দখলে। অবশিষ্ট ৪ একর জমি দীর্ঘ দিন ধরে অরক্ষিত থাকায় ভূমিখেকোদের নজরে পরে। স্থানীয় প্রভাবশালীরা সরকারি জায়গা অবাধে দখলের প্রতিযোগিতায় নেমে পড়ে। শুরু হয় ভূমি দখলের প্রতিযোগিতা। হাসপাতালের ৪ একর জায়গার ওপর ইতোমধ্যে মার্কেটসহ কমপক্ষে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ ভাবে গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে সরকারী জমি প্রকাশ্য বেদখল হতে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। সলিমাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ হরেন্দ্র নাথ সরকার জানান, হাসপাতালের ৫ একর ৮ শতাংশ জমির মধ্যে ৪ একরের অধিক বেদখল হয়ে গেছে। শুধু তাই নয় হাসপাতালের অভ্যন্তরে বিকেল বেলা জমে উঠে মাদকের আড্ডা। বাধা দিলে দখলকারী প্রভাবশালীরা জীবননাশের হুমকি দেয় বলেও তিনি জানান। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, হাসপাতালের জায়গা সম্প্রতি অবৈধ ভাবে দখল করেছেন ইয়াসিন ময়নাল, দেওয়ান স্বপন,লুৎফর রহমান, লাভলূ, ময়না, মোস্তাক, কালাম, শাহজাহান সিকদার, রুপচান ও ভুলু। দখলের ব্যাপারে জানতে চাইলে ইয়াসিন ময়নাল জানান বৈধ কাগজপত্র থাকায় ঘর উত্তোলন করেছি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনতি রানী সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দখল সংক্রান্ত বিষয়ে লিখিত ভাবে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ এ প্রসঙ্গে এ প্রতিবেদককে জানান, তেবাড়িয়া হাসপাতালের জায়গা বেদখলের অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *