আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরম নানা সমস্যায় জর্জরিত

রুহুল আমিন আত্রাই(নওগাঁ) : আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরম নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।এসব সমস্যার কারণে ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নওগাঁর জেলার একমাত্র বৃহৎ রেলস্টেশন হলেও এ স্টেশনে যাত্রীদের সেবা প্রতি লক্ষ্য নেই কর্তৃপক্ষের।ফলে যাত্রীদের দুর্ভোগ নিয়েই রেল ভ্রমন করতে এ স্টেশন থেকে।জানা যায়,রেলওয়ে স্টেশন প্লাটফরমের যাত্রী ছাউনির টিনগুলো ছিদ্র হয়ে গেছে।বর্ষা মৌসুমে সামন্য বৃষ্টিপাত শুরু হলেই সমগ্র প্লাটফরম পানিতে ভিজে যায়। ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রীরা অবলীলায় বৃষ্টির পানিতে ভিজতে থাকেন।তাদের শুকনো স্থানে অবস্থানের কোনো ঠাঁই মিলে না।সেই মান্ধাতার আমলে প্লাটফরমের এ টিনগুলো লাগানো হলেও এর প্রয়োজনীয় সংস্কার না করায় বৃষ্টির পানি থেকে বাঁচতে পারেনা সাধারণ যাত্রীরা।এ ছাড়াও প্লাটফরমে যাত্রীদের বসার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বেঞ্চ তৈরী করা হয়নি।ফলে ঘন্টার ঘন্টা যাত্রীদের দাঁড়িয়ে থেকে সময় অতিবাহিত করতে হয়।কোনো কারণ বশত: ট্রেনের সিডিউল বিপর্যয় হলে কখনকার ট্রেন কখন আসছে এর কোনো সঠিক সময় নেই।কিন্ত অপেক্ষামান যাত্রীদের প্লাটফরমে বস্রা জন্য সুনিদিষ্ট বেঞ্চ না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিশেষ করে এ দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করে নারী ও শিশু যাত্রীদের ক্ষেত্রে।স্টেশনে যাত্রীদের ২টি ওয়েটিং রুমের (বিশ্রামাগার)একটি সার্বক্ষণিক আনসারদের দখলে থাকে।অপরটি শুধু রাতে খোলা থাকে।ফলে দিনে যাত্রীদের ওয়েটিং রুমে বসার কোনো সুযোগ থাকে না।এ জন্য মহিলা ও শিশু যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।অথচ স্টেশন থেকে সরকার প্রতি মাসে প্রায় ১ ৩থেকে ১৪লাখ টাকা রাজস্ব আয় হয়।এ্খান থেকে সরকারের রাজস্ব আয় বাড়লেও নেই যাত্রী সেবার মান বাড়ানোর কোনো পদক্ষেপ।ফলে হতাশ এলাকার সচেতন মহল।ট্রেন যাত্রী উপজেলা সরদার পাড়ার জাহিদুল ইসলাম বলেন, প্রতিনিয়ত আমাদের এ স্টেশন থেকে যাতায়াত করতে হয়।এ প্লাটফরমে যাত্রীদের বসার কোন ব্যবস্থা নেই, বৃষ্টি এলে ঝরঝর করে ছাউনি দিয়ে পানি পডে, ভালো কোনো টয়লেট নেই। সব মিলে এখানে যাত্রী সেবার কোনো মানই নেই।ফলে শত দুর্ভোগ নিয়েই আমাদের চলাচল করতে হয়এ স্টেশন থেকে ট্রেন যোগে।বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমের আগেই যাত্রী ছাউনি সংস্কার করলে অন্তত: বৃষ্টিতে ভেজা থেকে যাত্রীরা রক্ষা পাবে।তাই আসন্ন্ বর্ষা মৌসুমের আগেই সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।এ ব্যাপারে সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশন মাষ্টার ছাইফুল ইসলাম বলেন,এসব সমস্যা সমাধানের জন্য একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষের কােছে লেখা হয়েছে।তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই সমস্যাগুলোর সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *