দর্শনায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

Chuadangai BGB-BSF Flug Meeting Pic_2_18.06.16হাবিবুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টে বিজিবি’র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ থেকে ১২ টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপি এ বৈঠক চলে।
বৈঠক থেকে ফিরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, সীমান্তে মানুষ হত্যা বন্ধ, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ, বিজিবি-বিএসএফের সর্ম্পক দৃড় করাসহ প্রতিদিন সীমান্তে বিজিবি-বিএসএফ’র যৌথ টহলের মাধ্যমে সীমান্তের সকল অপরাধ নিয়ন্ত্রণ করার বিষয়ে বৃহস্পতিবার দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল সাড়ে ১০ থেকে ১২ টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপি বিজিবি-বিএসএফএর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামান বিজিবিএম, যশের বিজিবি রিজুনের লে: কর্ণেল মজিবুল হক, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ, দর্শনা কোম্পানী কমান্ডর রবিউল ইসলাম। বিএসএফ এর পক্ষে ছিলেন, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার মহেন্দ কুমার, ষ্টাফ কর্মকর্তা সতিশ চন্দ্র, ডি এস রাওয়াত গেদে কম্পানী কমান্ডার সায়ন্ত নারায়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *