নগরীর সোনাডাঙ্গা থানার বউ বাজারে বউরা এখন ভাল নেই।

বি. এম. রাকিব হাসান, খুলনা ব্যুরো: DYRHRUদীর্ঘ ২৫ বছর অতিবাহিত হলেও বউ বাজারে জন্য স্থায়ী কোন জায়গা নির্ধারণ হয়নি। বাজার কমিটি ও স্থানীয় এলাকাবাসীদের দাবি সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে বউ বাজারের নামকরণ করে একটি স্থায়ী বাজার প্রতিষ্ঠিত করা হোক। দীর্ঘ ২৫ বছর ধরে বউ বাজারের ব্যবসায়ীরা নানা ঘাত প্রতিঘাত সহ্য করে এখনও তাদের ব্যবসায় টিকে আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বউ বাজারের নামকরণ করে এখনও স্থায়ীভাবে একটি বাজারে জায়গা প্রতিষ্ঠিত হয়নি এমন অভিযোগ করলেন অধিকাংশ ব্যবসায়ীরা। বর্তমানে বউ বাজারে মাছ, মাংস, তরি-তরকারীসহ প্রায় সব কিছুরই দোকান রয়েছে। সিটি কর্পোরেশন মুরগী ও মাংসের দোকান প্রতি ১০ টাকা করে, মাছের বাজারে দোকান প্রতি ৫টাকা এবং তরিতরকারীর দোকান প্রতি ৩ টাকা হারে টোল নেয়। বাজার কমিটি ও ব্যবসায়ীদের অভিযোগ টোল নেয়া ছাড়া সিটি কর্পোরেশনের আর কোন দায় দায়িত্ব নেই। বাজারের উন্নয়নে তাদের কোন ভূমিকা নেই বললেই চলে। গত জানুয়ারী মাসে বউ বাজার আগুনে পুড়ে গেলে বাজার কমিটির ও স্থানীয় দোকানীদের উদ্যোগে সে সমস্ত সমস্যাগুলিও তারা সমাধান করেছে। বউ বাজারের সভাপতি শহীদুল ইসলাম বাহাদুর বলেন, আমাদরে সিটি কর্পোরেশনের কাছে দীর্ঘ দিনের দাবি স্থায়ীভাবে বউ বাজারে নামকরণ করে একটি বাজার প্রতিষ্ঠিত হোক। বর্তমানে বাজারে পানি, টয়লেট, ড্রেনেজ ব্যবস্থা সহ সকল সমস্যাগুলি আমরা নিজেদের উদ্যোগে সমাধান করে থাকি বলে বাজার কমিটি জানায়। বাজার কমিটির সেক্রেটারী মোঃ আবু সাঈদ বলেন, ২৫ বছর ধরে বউ বাজারের নামে স্থায়ী কোন বাজার না হওয়ার ফলে আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। বউ বাজার কমিটি, ব্যবসায়ী ও এলাকাবাসী স্থায়ী ভাবে বউ বাজারের নামকরণ করে একটি স্থায়ী বাজার তৈরীর জন্য সিটি কর্পোরেশনের কাছে জোর দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *