কাহারোলে বিনামূল্যে জিংক ব্রি ধান-৬২ বীজ বিতরন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশের শতকরা ৪৪ ভাগ শিশু এবং ৫৭ ভাগ মহিলা অপুষ্টির শিকার। এই ধান কৃষকদের দোর গড়ায় পৌছানোর লক্ষ্যে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তায় শতাধিক কৃষকের মধ্যে আর,ডি,আর,এস বাংলাদেশ উপজেলা পরিষদ মিলনায়তনে এ জিংক সমৃদ্ধ ধান ব্রি ধান-৬২ বীজ বিতরন অনুষ্ঠানের আয়োজন করে। অপুষ্টির কারনে এ বিশাল জনগোষ্টির প্রায়শঃ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে তার মধ্যে অন্যতম নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালেরিয়া ইত্যাদি। লক্ষ্যনীয়ভাবে দৃশ্যমান যে আমাদের দেশে ১৫ থেকে ১৯ বছরের মেয়েরা অত্যান্ত খাটো হয়ে যাচ্ছে, যা পৃথিবীর মধ্যে গুয়েতেমালার পরে বাংলাদেশ, যার অন্যতম প্রধান কারন শরীরে জিংক এর ঘাটতি এবং জিংক ধান ব্রি ধান-৬২ এর ভাত খেলে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ এই ঘাটতি পুরন করা সম্ভব। এছাড়া জিংক মানবদেহের প্রায় ৩০০ ধরনের শারীরবৃত্তির বিপাকীয় কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে।
জিংক ধানের ভাত খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, বুদ্ধিমত্তা বিকাশ, বিভিন্ন সংক্রামক ব্যধি ডায়রিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার ঝুকি কমানো, ঘা তাড়াতাড়ি শুকানো, গায়ে দাগ পড়তে বাধা, দৃষ্টিশক্তি বাড়ানো, মানসিক অবসাদ হতে না দেয়া এবং বাচ্চা ধারণ ক্ষমতা বাড়ানো সহ লম্বা হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে এই জিংক ধান ব্রি ধান-৬২। উক্ত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ২৭৫ জন কৃষকদের মাঝে ২৭৫ ব্যাগ ব্রি ধান-৬২ বীজ বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা আ’লীগের সভাপতি ও ৩নং ইউপি চেয়ারম্যান এ,কে,এম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আখেরুর রহমান, আর,ডি,আর,এস কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন, ২নং রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম প্রমুখ।