ভোলাহাটে সাড়ে দশটাই ভোট শেষ!

Photo-02(1)ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:ভোলাহাটে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন কোনপ্রকার দ্বিধাদন্ধ ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে প্রত্যক্ষ করা গেছে। উপজেলা সমাজসেবা অফিসার সূত্রে জানা গেছে, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে কোনপ্রকার বিরতী ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যাদের ভোট মাত্র ১২টি হওয়ায় নির্ধারিত সময়ের পূর্বেই ভোটগ্রহণ মাত্র দেড় ঘন্টা স্থায়ী হয়। প্রার্থীদের কোনপ্রকার বাধা-বিপত্তি ছাড়াই নির্বাচন অনষ্ঠিত হয়। উপজেলার ৪টি ইউনিয়ন থেকে সদর ইউনিয়নের খাইরুন্নেসা বেগম ও মনিরা বেগম এবং দলদলী ইউনিয়নের শাকিলা বেগম মোট ৩জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত খাইরুন্নেসা বেগম ভোট পায় শূন্য, মনিরা বেগম পায় ৫ভোট ও শাকিলা বেগম সর্বোচ্চ ৭ভোট পেয়ে বিজয়ী হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার কাঞ্চন কুমার দাস।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক বলেন, আপনাদের সহযোগিতায় ভোট শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে। তবে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছে। কিন্তু সম্ভবত: তাদের নিজেদের মধ্যে একজন প্রার্থী হয়তো নিজের ভোটটা নিজেকে দেয় নাই। ৭টা ভোট পেয়েছে ১জন, অপরজন পেয়েছে ৫টা তাহলে মোট ভোট ১২টা হয়ে গেলো বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *