কৃষি খামারী ও সমাজ সেবক হিসেবে সান্তাহারে এস এম জুয়েল কে মাদার তেরেসা গোল্ডেন এ ওয়ার্ড সম্মাননা-২০১৫ পদক প্রদান

PIC 14.06.15সাগর খান, আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আপ্রকাশি কৃষি গবেষণা খামার ও নার্সারীর পরিচালক এস এম জুয়েল কে সফল কৃষি খামারী ও সমাজ সেবক হিসেবে মঙ্গলবার বিকেল ৫ টায় শাহাবাগ কেন্দ্রীয় লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আর্ন্তজাতিক বিশ্ব বাবা দিবস পূর্তিতে “প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভায় শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে আর্ন্তজাতিক বাবা দিবসে মাদার তেরেসা গোল্ডেন সম্মাননা- ২০১৫ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এম.পি। ফাউন্ডেশনের সভাপতি মাহাবুবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল আলম এম.পি। আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম তালুকদার এম.পি, আলহাজ্ব এ্যাড. আলতাফ আলী এম.পি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *