আদমদীঘিতে রমজানের পবিত্রতা রক্ষার্থে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়
সাগর খান,আদমদীঘি প্রতিনিধি :রবিবার সকালে উপজেলা হল রুমে আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যৌতিক পর্যায়ে রাখা, ভেজাল মুক্ত, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখা সহ বিভিন্ন বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, থানার অফিসার ইনর্চাজ মোসলেম উদ্দীন, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান মোক্তাকিন তালুকদার মুক্তা, নশরৎপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা, বনিক সমিতির সভাপতি ময়েন উদ্দীন মাষ্টার, সেক্রেটারী খন্দকার মেহেদী হাসান , হোটেল মালিক বাচ্চু মিয়া, মাংস ব্যবসায়ী বেলাল হোসেন, মুদি ব্যবসায়ী জাফর হোসেন, সবজি ব্যবসায়ী আজিজুল হক সহ ব্যবসায়ীক বৃন্দ। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য যৌতিক পর্যায়ে রাখা, ভেজাল বিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকার লক্ষে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।