সাপাহারে র্যাবের অভিযানে ৪টি ওয়ান সুটার গান উদ্ধার
নয়ন বাবু,সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ র্যাব-৫ এর একটি টহল দল এক অভিযান চালিয়ে নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী বলদিয়াঘাট এলাকা হতে ৪টি দেশীয় তৈরী ওয়ান সুটার গান উদ্ধার করে সাপাহার থানায় জমা দিয়েছে। এ সময় র্যাব কাউকে আটক করতে পারেনি। গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা উক্ত স্থান হতে অস্ত্রগুলি উদ্ধার করে। র্যাব কর্তৃক থানায় দায়েরকৃত সাধারণ ডায়রী সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাজশাহী ও জয়পুরহাট র্যাব-৫ এর একটি টহল দল গোপনে সংবাদ পেয়ে র্যাবের ডিএডি মিজানুর রহমান (বিজিবি সুবেদার) সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ওই গ্রামে পুর্নভবা নদীর উপর অবস্থিত ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ব্রীজের নীচে উত্তর পশ্চিম কোনায় একটি প্লাষ্টিকের ব্যাগে মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় দেশীয় ওয়ার্ক শপে তৈরী ৪টি ওয়ান সুটার গান উদ্ধার করে। পরে তারা উদ্ধারকৃত অস্ত্রগুলি স্থানীয় থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়রী দায়ের করেন। সাপাহার থানার জিডি নং- ৪৬, তারিখঃ ১২-০৬-২০১৫ ইং।