চুয়াডাঙ্গার দামুড়হুদায় যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে; আহত ১৫
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাস্তায় পড়ে থাকা ইটভাটার মাটিতে পিছলে যাত্রীবাহী বাস উল্টে গেছে রাস্তার পাশে। এ দূর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে গুরুত্বর আহত ৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের কাছে এ দূর্ঘটনা ঘটে। দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফাইম ফয়সাল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ( চুয়াডাঙ্গা-জ-১১-০০০২) চুয়াডাঙ্গা থেকে দর্শনার দিকে যাওয়ার পথে দামুড়হুদা বাসস্ট্যান্ড অতিক্রম করার পর বাসটি আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে পৌছুলে রাস্তার পাশে উল্টে যায়। রাস্তায় পড়ে থাকা ইটভাটার মাটিতে বৃষ্টির পানি পড়ে পিছল হওয়ায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় কমপক্ষে আহত হয় ১৫ জন। আতহদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, দূর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের আঘাত গুরুত্বর হওয়ায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতরা হলেন, চুয়াডাঙ্গা শহরের সবুজ পাড়ার ফকির বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৪০), চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদাগঞ্জের নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), জীবননগরের নজরুল ইসলামের ছেলে লিটন হোসেন (৪৫) ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মরহুম আব্দুল হামিদের স্ত্রী আরজিনা বেগম (৩৫)। আহতরা সকলেই আশংকামুক্ত। আরো বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন