সাপাহারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হিরোইনসেবীর জেল
সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে হিরোইন সেবনের অপরাধে তিন যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে নসিব সিনেমা হল সংলগ্ন গোড়াচাঁদপীর মার্কেটের একটি সাইকেল মেকারনিকের দোকানের ভিতর থেকে হিরোইন সেবন রত অবস্থায় সদরের জয়পুর গ্রামের আলহাজ্ব মমতাজ উদ্দীনের পুত্র আজমির আলী (২৫), টিএন্টি পাড়ার মৃতঃ ফজলুর রহমানের পুত্র আলম (২৭), মাষ্টারপাড়ার রেজাউলের পুত্র শাহীন আলম (২৭) কে আটক করা হয়। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞার দপ্তরে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরেরদিন সকালে আটককৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।