পলাশবাড়ীতে সার-কীটনাশকের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকা ক্ষতি
আশরাফুল ইসলাম,ভ্রাম্যমান প্রতিনিধি গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথায় সার ও কীটনাশকের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় জনতা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অনুমান ২টায় উপজেলা সদরের চৌমাথায় নিজাম উদ্দিন মন্ডল মার্কেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন মন্ডল মার্কেটে সার-কীটনাশকের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। স্থানীয় লোকজন গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিক আসাদুজ্জামান লাভলু জানান, প্রতিদিনের ন্যায় রাত ১২টায় দোকান বন্ধ করে বাসায় যায়। ভয়াবহ অগ্নিকান্ডে দোকানের সার, কীটনাশক, মেশিন, নগদ অর্থ, দোকানের চেয়ার টেবিল ক্যাশ বাক্স ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নগদ ১৯ হাজার টাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। গাইবান্ধা ও গোবিন্দগঞ্জের দু’টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এলে পানি না আনায় স্থানীয় লোকজন ইউনিট দু’টির চড়াও হয়। ইউনিটদ্বয় ফিরে যেতে বাধ্য হয়। সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।