চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি সদস্যদের চোরাচালন বিরোধী অভিযানে ফেনসিডিল মদ বাংলাদেশী জাল টাকা ও মোটরসাইকেলসহ ২ জন আটক

Chuadanga BGb Picture 12.06.2015(1)হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি সদস্যদের চোরাচালান বিরোধী অভিযানে ফেনসিডিল মদ বাংলাদেশী জাল টাকা ও মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এসব মালামাল সহ এদেরকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস.এম.মনিরুজ্জামান আজ শুক্রবার বেলা ১১টার দিকে জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মিজানুর রহমানসহ একদল বিজিবি সদস্য চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর ব্রিজের কাছ থেকে একই গ্রামের মরহুম ওয়াজেদ আলীর ছেলে আলাউদ্দিন (৩৩) ও রমজান আলীর ছেলে রুহুল (৪৫ কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল, ৯ বোতল মদ, ১টি মোটরসাইকেল, বাংলাদেশী জাল ৩ হাজার ৮২৫ টাকা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এদের দু’জনকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি (১) (বি) ও ২৫-এ ধারা মোতাবেক দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মামলা নম্বর-১৫। এছাড়া আজ শুক্রবার ভোর রাত ৪টার দিকে গয়েশপুর বিজিবির টহল কমান্ডার সুবেদার কাজী রবিউল আওয়ালসহ এক দল বিজিবি সদস্য জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১০৮ বোতল ফেনসিডিল ও ৮ বোতল মদ উদ্ধার করে। এদিন একই সময় দর্শনা বিজিবি টহল কমান্ডার হাবিলদার আব্দুল কুদ্দুস ঝাঁঝাডাঙ্গা গ্রামের একটি মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক করা ফেনসিডিলের মূল্য ৭৪ হাজার টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *