আত্রাই বেইলি ব্রিজের বেহাল দশা খাদ্যগুদামে বোরো চাল সংগ্রহ ব্যাহত হওয়ার আশষ্কা
রুহুল আমিন,আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা। বেইলি ব্রিজ দিয়ে ট্রাক পারাপার হতে না পারায় আত্রাই সরকারি খাদ্যগুদামে বোরো চাল সংগ্রহ ব্যাহত হওয়ার আশষ্কা করা হচ্ছে। গত আমন মৌসুমে যেসব চাল ক্রয় করা হয়েছিল সেগুলো স্থানান্তর করতে না পারায় বর্তমানে খাদ্যগুদামে বরাদ্দ প্রাপ্ত চাল ক্রয় সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, আত্রাই উপজেলা সদরের মাঝ দিয়ে নদী বহমান হওয়ায় বিভক্ত হয়ে যায় এ উপজেলা সদর। নদীর উত্তর পাড়ে আত্রাই রেলষ্টেশন, আত্রাই ডিগ্রি কলেজ, আত্রাই সাব পোষ্ট অফিস, আত্রাই ফায়ার সার্ভিস ষ্টেশন,পল্লী বিদুৎ অফিস ও কেডিসি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। নদীর দক্ষিণপাড়ে উপজেলা পরিষদ, আত্রাই থানা, আত্রাই মুক্তিযোদ্ধা সংসদ, ভূমি অফিস, সাব রেজিাষ্ট্রি অফিস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আত্রাই টেলিফোন এক্সচেন্জ সহ অনেক জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। গত ৯০ এর দশকে আত্রাই নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে বিভক্ত আত্রাইকে একীভূক্ত করা হয়। বেইলি ব্রিজটি নির্মাণের পরথেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে প্রায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এরই একপর্যায়ে গত দু বছর আগে বেইলি ব্রিজটি ভেঙ্গে যায়। পরবর্তী সংস্কারের পর কর্তৃপক্ষ ব্রিজটির দুই প্রবেশ মুখে লোহার ব্যারিকেড দিয়ে ট্রাক পারাপাওে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর পর থেকে এ ব্রিজের উপর দিয়ে ট্রাক বাস বড় ধরণের কোন যানবাহন পারাপার হতে পারে না। ফলে এলাকার বিভিন্ন মালামাল দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা যেমন সম্ভব হয় না তেমনি সরকারি মালামালও ট্রাক যোগে পরিবহন করা সম্ভব হয় না। আত্রাই খাদ্যগুদাম সূত্রে জানা যায়, এ খাদ্যগুদামে ধারণ ক্ষমতা রয়েছে ৩ হাজার ৫০০ মেট্রিকটন। বর্তমানে চাল ও গম সহ খাদ্যশষ্য মজুদ রয়েছে ২ হাজার ৩০০ মেট্রিক টন।চলতি বোরো চাল ও ধান সংগ্রহ ২ হাজার মেট্রিক টনের ও অধিক বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দ প্রাপ্ত চাল ও ধান ক্রয় করতে হলে এখন থেকে খাদ্য শষ্য কিছুটা স্থানান্তর করতে হবে। অন্যথায় চাল সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত হতে পারে। স্থানীয় চাতাল মিল মালিক ওবায়দুল হাসান টুটুল বলেন, বেইলি ব্রিজ দিয়ে ট্রাক পারাপার নিষেধাজ্ঞার কারণে আমাদের উৎপাদিত চাল নওগাঁ সহ উত্তরের জেলাগুলোতে সরবরাহ করতে পারিনা। আবার উত্তর থেকে ক্রয়কৃত ধানও বয়লার পর্যন্ত পৌছাতে হিমশিম খেতে হয়। তাই এখানে বেইলি ব্রিজের পরিবর্তে একটি একটি স্থায়ী সেতু নির্মাণ করলে এলাকার শত শত ব্যবসায়ী, পরিবহন মালিকসহ সর্বস্তরের জনসাধারণ ব্যাপক উপকৃত হবে। সেই সাথে এলাকার উন্নয়নের পথ ও প্রশস্ত হবে।