সাপাহারে বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে জবাই করে হত্যা করেছে বিএসএফ
নয়ন বাবু,সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কলমুডাঙ্গা সীমান্তে শহিদুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে জবাই করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকার ২৩৭ নং মেইন পিলারের ৩ এস সাব পিলার এলাকায়। নিহত শহিদুল উপজেলার কলমুডাঙ্গা চন্দের ঘাট এলাকার মোস্তফার পুত্র বলে জানা গেছে। স্থানীয় বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহিদুল গত বুধবার রাতে এক দল গরু ব্যাবসায়ীর সাতে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে রাতে ভারতের আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা শহিদুলকে ধরে গলায় হাসুয়া দিয়ে জবাই করে তার লাশ ভারতের সীমান্ত রাস্তার একটি ব্রীজের অদুরে নোম্যান্স ল্যান্ডে ফেলে রেখে যায়। ভোরে বাংলাদেশের জনগন মাঠে গিয়ে শহিদুলের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্প ও থানায় সংবাদ দিলে বিজিবি সদস্য ও পুলিশ ঘটনা স্থলে গিয়ে বিএসএফ কর্তৃক জবাই করা শহিদুলের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। ১৪ বিজিবি ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর ইকবাল আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভারতীয় বিএসএফ গুলির বদলে এবার জবাই করে বাংলাদেশী গরু ব্যাবসায়ীদের হত্য করতে শুরু করেছে বলে এলাকাবাসী ও বিজিবি মনে করছেন। ঘটনার প্রতিবাদে ভারতীয় আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে জোরালো প্রতিবাদ লিপি পাঠানো হবে বলে কলমুডাঙ্গা বিওপি কমান্ডার নায়ক সুবেদার আব্দুল আওয়াল খান জানিয়েছেন।