সাপাহার সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত
নয়ন বাবু,সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফ’র নির্যতনে সানোয়ার (২৪) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকার ২৩৭ মেইন পিলারের বা দিকে ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই রাতে এলাকার বেশ কয়েকজন গরু ব্যবসায়ী অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ২৩৭ মেইন পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সানোয়ার বিএসএফ’র হাতে ধরা পড়ে। বিএসএফ সদস্যরা তাকে ঘটনাস্থলে লোহার রড ও বাঁশ দিয়ে প্রহার সহ শারিরীক নির্যাতন করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। পরেরদিন সকালে হাপানিয়া বিজিবির টহলদল বিষয়টি জানতে পেরে দিঘীরহাট এলাকার খড়িবোনা গ্রামের মৃতুঃ আব্দুল ওহাবের পুত্র গরু ব্যবসায়ী সানোয়ার কে আটক করে। পরে তাকে সাপাহার সরকারী হাসপাতালে চিকিৎসার পর থানা পুলিশে সোপর্দ করা হয়।