সুন্দরগঞ্জে অপহৃতা ৮ম শ্রেণির ছাত্রী ১৪ দিনেও উদ্ধার হয়নি
মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ সমস গ্রামের সোহেল রানা ওরফে সোনাউল্লার কন্যা ৮ম শ্রেণির ছাত্রী অপহরণের ১৪ দিন পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেফতার হয়নি মূল আসামী। মামলা সূত্রে জানা গেছে, সোহেল রানার কন্যা পূর্ব ছাপড়হাটী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার চম্পা (১৪) বিদ্যালয়ে যাতায়াত পথে দক্ষিণ ধর্মপুর গ্রামের নুরুল হকের পুত্র হাসান মিয়া আপত্তিকর কথা বার্তা বলে প্রায়ই উত্যক্ত করত। কিন্তু চম্পা কোন সাড়া না দেয়ায় বিদ্যালয়ে যাওয়ার আগে স্থানীয় মাঠের হাট দিশারী কোচিং সেন্টারে পড়তে যাওয়ার পথে গত ২৭ মে হাসান মিয়া তার কয়েকজন সহযোগিসহ চম্পাকে অপহরণ করে। এ ঘটনায় চম্পার মা আজেনা বেগম পর দিন সুন্দরগঞ্জ থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার নং-৩০। নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/০৩) এর ৭। কিন্তু চম্পা অপহরণের ১৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ উদ্ধার করতে না পারায় তার পরিবার হতাশায় ভুগছেন। চম্পার পিতা সোহেল রানা জানান, পুলিশ চেষ্টা করলে এতো দিনে চম্পা উদ্ধার হতো। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, অপহৃতাকে উদ্ধারসহ মূল আসামী গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যহত রয়েছে।