ঘোড়াঘাটের হাসিনা ও করিম পরিবারের আপোষের মাধ্যমে মামলা নামের অর্থ দশ্যূর হাত থেকে রক্ষা

ইফতেখার বাবু ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খোদাদাদপুর গ্রামের হাসিনা ও করিম পরিবারের মামলার আপোষ শেষ পর্যন্ত গ্রামবাসীর যৌথ উদ্দ্যাগে সর্ম্পূন হয়েছে। জানা যায়, হাসিনা ও করিম নামীয় উভয় পরিবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ চলে আসা মামলা গুলোর আপোষ গত কাল রাতে উক্ত গ্রামের ক্লাব মাঠে বসে সমাধান করা হয়েছে। পর পর ৩দিন বৈঠক করে ২দিন বদরুল হাসানের সভাপতিত্বে ও ১দিন আব্বাস আলীর সভাপত্বিতে বৈঠক করে ১০ জন সদস্য বিষিষ্ঠ্য কমিটি নিরলোস পরিশ্রম করে উভয় পরিবারকে মামলা নামের অর্থ দশ্যূর হাত থেকে রক্ষা করতে সফল হয়েছেন। যদিও গন্ডগোলের পড় পড় আপোষ করাতে কিছু কিছু লোকের গাফিতলীত কারনে সম্ভব হয়নি। পরবর্তীতে ২টি পরিবারই মামলায় জড়িয়ে গিয়ে আর্থি ভাবে ভোগান্তিতে পড়লে তাদের রক্ষার্থে পুনরায় আপোষের জন্য চেষ্টা চালাতে এগিয়ে আসেন একই গ্রামের বুলু ও বাবু নামক দুই ব্যক্তি তাদের আপ্রাণ চেষ্টায় এবং গ্রামবাসীর সার্বিক সহোযোগীতায় বৈঠকের মাধ্যমে সুরাহা করার জন্য ১০জন সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করে শেষ পর্যন্ত সার্থক হয়েছে গ্রামবাসী উভয় পরিবারের আপোষ করাতে। এ আপোষের মাধ্যমে খোদাদাদপুর গ্রামের দুটি অসচ্ছল পরিবার রক্ষা করা সম্ভব হয়েছে বলে বৈঠক কমিটির সদস্যগন দাবী করেন এতে বিবাদীকে বাদীর চিকিৎসা বাবদ ক্ষতিপূরন প্রদানের জন্য প্রস্তাব রাখলে উভয় পক্ষ নির্ধারীত অংকে সম্মতি প্রদান করায় আপোষ করানো সম্ভব হয়েছে। তাছাড়া এই দুই পরিবারের এত বড় একটি সমস্যা সমাধান নিজেদের গ্রামে হওয়ায় গ্রামবাসী উক্ত আপোষ কমিটির প্রশংসা সহ তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং যা আগামীতে মাইল ফলক হিসেবে উক্ত গ্রামের সকল সমস্যার প্রাথমিক বিচার ব্যবস্থা গ্রাম পর্যায়ে করতে সকলকে উৎসাহ যোগাবে বলে একাধিক গ্রামবাসী তাদের মতামত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *