সাপাহারে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নয়ন বাবু,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের আয়োজনে ও কিন্ডারনটহিলফি, জার্মান (কেএনইএচ) এর অর্থায়নে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাথে শিশু কেন্দ্রীক সমাজ উন্নয়ন প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শিরন্টি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি: মিল্টন মধু’র সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় নারী ও শিশুদের অধিকার, ক্ষমতায়ন, উন্নয়ন, নিরাপত্তা এবং সর্বক্ষেত্রে অংশগ্রহনের উপর বিশেষ গুরুত্ব রেখে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, আইহাই ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, শিরন্টি ইউপি প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম, প্রকল্প ব্যবস্থাপক মি: সুব্রত রায়, অর্গানাইজার মি: নোয়েল রানা সাহা প্রমুখ। উক্ত অবহিতকরণ সভায় শিরন্টি ও আইহাই ইউনিয়নের সকল পুরুষ ও মহিলা ইউপি সদস্য ও প্রকল্পের সকল কমর্তাগণ উপস্থিত ছিলেন।