পাটখাতে অর্থবরাদ্দ, বকেয়া মজুরী প্রদান সহ ৫ দফা দাবীতে বিজেএমসির রাষ্ট্রায়ত্ব পাটকলে ২৪ ঘন্টা ধর্মঘট পালিত

বি. এম. রাকিব হাসান: ৫ দফা বাস্তবায়নের দাবীতে খুলনা-যশোর অঞ্চলের ৭ রাষ্ট্রায়ত্ত্ব পাটকলে গতকাল সোমবার ভোর ৬টা থেকে ২৪ ঘন্টা ধর্মঘট পালন করেছে প্রায় অর্ধলাখ শ্রমিক। রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদ ডাকা ১৮দিনের কর্মসূচীর অংশ হিসাবে গতকাল ১৫তম দিনে শ্রমিকরা এই ধর্মঘট কর্মসূচী পালন করে । আগামী ১০ জুন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খুলনাার শহীদ হাদিস পার্কে ও ঢাকা-চট্রগ্রাম-রাজশাহী-নরসিংদি এলাকার স্ব স্ব মিল গেটে অনশন কর্মসূচী এবং ১৪ জুন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত খুলনা, ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী অঞ্চলে রাজপথ – রেলপথ অবরোধ কর্মসূচী পালন করবে শ্রমিকরা। পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্নাঙ্গ উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পাটপন্যের দেশীয় বাজার সুরক্ষ ও সম্প্রসারন করার জন্য প্রনীত আইন ২০০২ ও ম্যান্ডেটরী প্যাকেজিং এ্যাক্ট ২০১০ অবিলম্বে বাস্তবায়ন, পে-কমিশনের ন্যায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ব শিল্পে শ্রমিকদের জন্য মজুরী কমিশন বোর্ড গঠন, ১লা জুলাই ২০১৩ ঘোষিত ২০% মহার্ঘ্য ভাতা প্রদান ও খালিশপুর, দৌলতপুর, জাতীয়, এবং কর্নফুলী জুট মিলের শ্রমিকদের স্থায়ী করনের দাবিতে শ্রমিক নেতারা গত ৬মে সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোগস্থ সৈয়দ আসাদ মিলনায়তনে সংবাদ সম্মেলন এর আয়োজন করেন । এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত্ব জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহবায়ক ক্রিসেন্ট জুট মিলের সিবিএ“র সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন বিক্ষোভ-মিছিল, সমাবেশ, ধর্মঘট ও রাজপথ- রেলপথ অবরোধসহ ১৮ দিনের কর্মসূচী ঘোষনা করেন। এই কর্মসূচীর অংশ হিসাবে গতকাল ১৫তম দিনে খালিশপুরের ক্রিসেন্ট, প¬াটিনাম, খালিশপুর, দিঘলিয়ার ষ্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইষ্টার্ন এবং নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই, কার্পেটিং জুট মিলের শ্রমিকরা ভোর পৌনে ৬টায় স্ব স্ব মিলের শ্রমিকরা কর্মস্থলে যোগ না দিয়ে মিল গেটের সামনে সমবেত হয়ে ২৪ ঘন্টা ধর্মঘট শুরু করে। পরে স্ব স্ব মিল গেটে সমাবেশের আয়োজন করে শ্রমিকরা। সমাবেশ শেষে মিল গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। খালিশপুরস্থ ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ”র সভাপতি মোঃ দ্বীন ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদ খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক ও সিবিএ”র সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন, পাটকল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোঃ শাহআলম সাবেক সভপতি মোঃ মুরাদ হোসেন, একেএম বাহার উদ্দীন, মোঃ মোল¬া আঃ রশিদ, ইউনুস হাওলাদার, চান মিয়া সেলিম, মোঃ বাচ্চু মিয়া, আবু হানিফ, রুহুল কুদ্দুস রিপন, হামিদ ফরুক, ইসমাইল হোসেন । প¬াটিনাম জুবিলী জুট মিলের সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ কাওসার আলী মৃধা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক,মোঃ খলিলুর রহমান, সাবেক সভাপতি নুরুল হক , শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া, আশরাফ হোসেন , সহ-সভাপতি রুস্তুম আলী, মোঃ তরিকুল ইসলাম, শাহ আলম , জাকির হোসেন, সহ- সাধারন সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক জোনাব আলী কোষাধ্যক্ষ বেল¬াল হোসেন। দিঘলিয়ার ষ্টার জুট মিলের সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ”র সভাপতি মোঃ বেল¬াল মলি¬ক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিবিএ”র সাধারন সম্পাদক আঃ মান্নান, বেলায়েত হোসেন, আবু হানিফ। আটরা শিল্পাঞ্চল এলাকার আলীম জুট মিলের শ্রমিক সমাবেশ সভাপতিত্ব করেন সিবিএ”র সভাপতি আঃ সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আঃ রশীদ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম লিঠু, সাবেক সাধারন সম্পাদক আঃ হামিদ সরদার, মুজিবর রহমান, মকবুল হোসেন,। ইষ্টার্ন জুট মিলের সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ”র সভাপতি মোঃ আলাউদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস এম জাকির হোসেন, তবিবর রহমান, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম লিয়াকত হোসেন । নওয়াপাড়া শিল্পাঞ্চল এলাকার জেজেআই জুট মিলের শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ”র সভাপতি হাসান উল¬াহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক হারুন আর রশিদ মলি¬ক, আলতাফ হোসেন, আইয়ুব আলী। কার্পেটিং জুট মিল সিবিএ“র সাধার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওহাব। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, পাট মৌসুম শেষ হলেও অর্থ অভাবে পাট ক্রয় না করায় মিলগুলো বন্ধ এবং শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেকার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পলিথিনের কাঁচামাল আমদানী, উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধকরণের আইন ‘মোড়ক আইন’ কার্যকর করতে হবে। পাটকলে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জন্য ঘোষিত মহার্ঘ ভাতা বাস্তবায়ন করতে হবে। চাকরিচ্যুত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচুয়্যাটির অর্থ প্রদান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *