সাপাহারে ব্যাপক অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে চলছে দোহারা খাড়ী তারা চাঁদ খাড়ীর খনন কাজ উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ

Photo Sapahar,khari durnitiসাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ ব্যাপক অনিয়ম, দূর্নীতি ও ফাঁকিবাজির মধ্য দিয়ে চলছে নওগাঁর বরেন্দ্র ভূমি সাপাহার উপজেলার দোহারা খাড়ী, তারা চাঁদ খাড়ীর পলি অপসারন কাজ। কোন মতে কাজ করে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার পায়তারা চলছে। এ বিষয়ে শিরন্টি ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাদী হয়ে কাজ বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার শিরন্টি ও আইহাই ইউনিয়নবাসীর কৃষি কাজে সেচ সুবিধার জন্য ভারত থেকে বয়ে আসা ওই ইউনিয়নের উপর দিয়ে প্রবাহমান দোহারা খাড়ী ও তারা চাঁদ খাড়ীতে বৃষ্টির পানি সংরক্ষনে সরকার কর্তৃক এলাকার দোহারা খাড়ী, তারা চাঁদ খাড়ী সমবায় সমিতি লিঃ এর নামে পলি অপসারন কাজের জন্য তৃতীয় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প অনুমোদিত হয়। সে মতে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পানি ভর্তি খাড়ীতে পানির মধ্যে কোন মতে পলি অপসারনে খনন কাজ শুরু হয়। সরকারী ভাবে এলাকার দরিদ্র শ্রমিক দিয়ে পলি অপসারনে খনন কাজ করার কথা থাকলে ওই সমবায় সমিতি লিঃ এর সভাপতি ইসমাইল হোসেন, সম্পাদক শফিকুল ইসমাইল ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে ম্যানেজ করে শ্রমিকদের ফাঁকি দিয়ে স্কেকেবেটার (ড্রেজার) মেশিন দিয়ে খনন কাজ চালাচ্ছে। এ ছাড়া পলি অপসারনে খনন কাজের ডিজাইন অনুসারে ৭শ’ মিটার দৈর্ঘে খাড়ীর মধ্য দিয়ে ৩১ ফিট প্রসস্থ ২ফিট গভীরতা করে উভয় পার্শ্বে স্লোবআকারে খনন কাজ করার কথা থাকলেও সেখানে কোন মতে মেশিন দিয়ে দু-পার্শ্বে একটু করে মাটি খনন করে পার্শ্বেই ফেলে রেখে যাচ্ছে কিন্তু খাড়ী মধ্যখানে খনন করা হচ্ছেনা। যা একটু বৃষ্টি হলেই পুনরায় খাড়ীতে নেমে ভরাট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারী নিয়ামানুযায়ী গত ৩১ মে ওই খাড়ীর খনন কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখন পযর্ন্ত সম্পূর্ন হয়নি। সম্প্রতি সরেজমিনে ওই খাড়ীতে গিয়ে খনন কাজের কোন শ্রমিককে দেখতে পাওয়া যায়নি তবে মেশিন দিয়ে এক পাশে মাত্র কয়েকশ’ ফিট ধার দিয়ে একটু করে মাটি খনন করতে দেখে গেছে। শতভাগ কাজ না করেই লুটেরা ওই খনন কাজের সমুদয় অর্থ আতœসাত করে ভাগ বাটোয়ারা করার পায়তারা করছে বলেও স্থানীয় জনগন ও উপকার ভোগীরা জানিয়েছেন। সম্প্রতি এলাকায় সরকারী কাজে ব্যাপক অনিয়ম ও দুর্র্নিতি দেখে শিরন্টি ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাদী হয়ে কাজ বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সাথে এ বিষয়ে কথা হলে তিনি তদন্ত স্বাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করবে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *