ভাই-বোনের প্রতারণা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে প্রতারক চক্র ন্যাশনাল সার্ভিস নামের এক প্রতিষ্ঠানে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা চিতলমারী উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ন্যাশনাল সার্ভিসে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে চিতলমারী উপজেলার কীর্ত্তনখালী গ্রামের মৃত ক্ষিরোদ মণ্ডলের ছেলে পিনাক মণ্ডল ও মেয়ে পপি মণ্ডল একই গ্রামের শিউলি ঢালী, সদানন্দ ঢালী, অশোক গাইন, রেখা মণ্ডল, ও পিপড়াডাঙ্গা গ্রামের গৌতম বাড়ৈসহ ২০/২২ জন নিরীহ লোকের কাছ থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এ সময় প্রতারক চক্র টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসারের সীল ও স্বাক্ষর জাল করে প্রত্যেককে একটি করে ন্যাশনাল সার্ভিসের ফরম প্রদান করে। কিন্তু নির্ধারিত সময় মধ্যে এ প্রতারক চক্র কাউকে চাকুরি দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে এলাকায় ঝঞ্ঝাট সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রতারক ভাই-বোন তাদের দোষ স্বীকার করে অর্থ ফিরেয়ে দেয়ার প্রতিশ্র“তি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হলেও, উক্ত টাকা ফেরত না দিয়ে নানা তাল-বাহানা শুরু করছে প্রতারক দুই ভাই-বোন। এ ব্যাপারে অভিযুক্ত পপি মণ্ডলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তারা চাকুরি দেয়ার কথা বলে কারো কাছ থেকে কোন টাকা গ্রহণ করেন নি বলেও দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *