আত্রাইয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাকোঁ পারাপার
রুহুল আমিন,আত্রাই(নওগাঁ)ঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে যুগ যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাকোঁ দিয়ে পারাপার হয় ৬ টি গ্রামের হাজার হাজার মানুষ। আত্রাই উপজেলার ১ নং শাহাগোলা ইউনিয়নের ছোটডাঙ্গা রতনডারা খালের উপর নির্মিত লক্কর ঝক্কর এ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে কৃষক Ñশ্রমিক স্কুল শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ। ঝনঝনিয়া, কালীগ্রাম, চাপড়া, ছোটডাঙ্গা সহ বেশ কয়েকটা গ্রামের লোকজনকে পারাপার হতে হয় এ সাকোঁ দিয়ে।ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য এ সাঁকো ব্যবহার করতে হয়। সাঁকোটি দীর্ঘ প্রায় ১০ বছর পূর্বে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মান করা হলেও কৃষিপণ্য পরিবহনের উপযোগী না হওয়ায় এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজভাবে বাজারজাত করতে পারে না। ফলে তারা বঞ্চিত হয় ন্যাায্যমূল্য প্রাপ্তি থেকে। এলাকা বাসীর দীর্ঘ দিনের দাবী এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মানের। এখানে ব্রিজ নির্মান হলে এলাকাবাসীর এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। ছাত্র ছাত্রী সহ এলাকার সকল সাধারণ জনগন পাবে যোগাযোগের সুফল। ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইনুল হক জানান, এলাকা বাসীর স্বাধীনতার ৪৩ বছরের একটিই স¦প্ন দুটি ব্রিজের, ৬ টি গ্রামের মানুষের জন্য কালিগ্রাম ও ছোট ডাঙ্গাতে দুটি ব্রিজের প্রয়োজন। এই দুটি স্থানে যে কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছিলো তা কয়েক বছর থেকে সংস্কার না করায় দুর্বল হয়ে পড়েছে। এর উপর দিয়ে পারাপার খুবই ঝুঁকিপূর্ণ। ঝনঝনিয়া গ্রামের সংশ্লিষ্ট ইউপি সদস্য তৈাহিদুর রহমান বলেন, এখানে একটি ব্রিজ নির্মাণের দাবী আমাদের দীর্ঘ দিনের।এ দাবী কেউ বাস্তবায়িত করেনি। যার জন্য এলাকা বাসীকে চরম দূভোগ পোহাতে হয়। এ বিষয়ে ১ নং শাহাগোলা ইউ পি চেয়ারম্যান এস এম মোয়াজ্জেম হোসেন (চান্দু) সাথে কথা বললে তিনি জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাকোঁ দুটি নির্মাণ করা হয়েছিল। স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন পাঠানো হয়েছে।তবে সাময়িক যোগাযোগের জন্য খব দ্রুত এ দুটি সাঁকো সংষ্কার করা হবে