চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: “ শত কোটি জনের অপার স্বপ্ন ; একটি বিশ্ব করিনা নি:স্ব” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ দিবসকে কেন্দ্র করে আজ শুক্রবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিন সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ও পুলিশ সুপার রশীদুল হাসানের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর এ দিন সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনে আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আনজুম আরার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান। বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর-ই-আলম মূর্শেদা, সুপ্র প্রতিনিধি দারূল ইসলাম, ব্র্যক ব্যবস্থাক জাহাঙ্গীর আলম ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আজিজুল হক হযরত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন উজ্জামান। প্রধান অতিধি জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, পরিবেশের বিপর্যয়ের কারনে আগের মত জলাশয় গুলোতে এখন আর মাছ পাওয়া যায় না। চুয়াডাঙ্গা এলাকায় পর্যাপ্ত গাছপালার কারনে এখানকার পরিবেশ অনেক ভাল। এই পরিবেশ ভাল রাখার জন্য সকলকে নিজের স্বার্থ ভূলে সবার কথা ভাবতে হবে। কারন গুলোর সমাধান করলেই পরিবেশ ভাল রাখা সম্ভব।#