চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ আটক ১
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার পৃথক পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮০ বোতল ফেনসিডিলসহ শফি শেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃত শফি শেখ উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত্যু সোহরাব উদ্দীনের ছেলে। সোমবার দিনগত রাত ১টার দিকে আটক করা হয়।চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির পরিচালক এস এম মনিরুজ্জামান বিজিবি এম জানান, সোমবার দিবাগত রাত ১ টার দিকে তার নির্দেশে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঈশ্বরচন্দ্রপুর কবরস্থানের কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ শফি শেখকে আটক করে। এরপর, রাত ৩ টার দিকে ধোপাখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ মাধবখালী সীমান্তে টহল দেওয়ার সময় ৩-৪ জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করলে তারা ৩ টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ১৬০ বোতল ফেনসিডিল আটক করে।