দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাওঃ রুহুল আমিনের চিকিৎসার জন্য সাহায্য প্রয়োজন

sahazzo photo hafejনয়ন বাবু, সাপাহার (নওগাঁ): দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাওলানা মো. রুহুল আমিন (৪২) এর চোখের আলো ফিরিয়ে আনতে আর্থীক সাহায্যের প্রয়োজন। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাওঃ রুহুল আমিন নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাগইল গ্রামের মৃতঃ তোফাজ্জল হকের পুত্র। তিনি কিশোর বয়সে একটি জটিল রোগে আক্রান্ত হয়ে দুই চোখের আলো হারিয়ে অন্ধ হয়ে পড়েন। পিতার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় সময় মত তার উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। সম্প্রতি তিনি একজন হৃদয়বান পরোপকারীর লোকের সহায়তায় রাজধানী ঢাকায় চক্ষু হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। সে সময় ওই হাসপাতালের চিকিৎসক তার চোখ পরীক্ষা নিরিক্ষা করে দেখে আরও উন্নত চিকিৎসা সহ চোখে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য মাদ্রাজের চক্ষু হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। ওই সাহায্যকারীর আর্থীক সহায়তায় পাসপোর্ট করে তাকে সাথে নিয়ে মাদ্রাজের ওই চক্ষু হাসপাতালে যান। সেখানে দায়ীত্বে নিয়োজিত চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ মনোরঞ্জন সাহেব তার চোখ পরীক্ষা করে দেখে বলেন, চোখ দুটি অপারেশন করে নতুন করে কর্নিয়া প্রতিস্থাপন করা প্রয়োজন আর এ কাজের জন্য প্রায় ৩ লক্ষ টাকা খরচ হবে। অসহায় হাফেজ রুহুল আমীন এর পক্ষে বিপুল পরিমানের এ টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তিনি চোখে দেখে নয় শুনেই পবিত্র কোরআন শরীফ হেফজ করেছেন। তার চোখ অপারেশন হলে দিনের আলোয় পবিত্র কোরআন শরীফ পড়তে পারবেন ও দ্বীনের আলো ছড়াবেন। তার উন্নত চিকিৎসার জন্য দেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের নিকট হতে সাহায্য ইসলামী ব্যাংক সাপাহার শাখা, সঞ্চয়ী হিসাব নং- ২৯৮৫ এ পাঠাতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে অথবা ০১৭৩৬-৯০১৪৬২ এই নাম্বারের যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *