লোহাগড়ায় রবীন্দ্র নজরুল জয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Lohagara Picকাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় গত শুক্রবার (২৯ মে)বিকাল ৫টায় রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে গণনাট্য সংস্থার আয়োজনে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে “রাজা ও রাজদ্রহী” নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অরবিন্দু আচার্যের সভাপতিত্বে এবং আমিরুল ইসলাম এর পরিচালনায় লোহাগড়া গণনাট্য সংস্থার আয়োজনে শিশু শিল্পীদের নিয়ে প্রায় ১২ বৎসর পরে নতুন আমেজে নতুন সাজে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ মোকতার হোসনে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শিশুদের “রাজা ও রাজদ্রহী” নাটকটি গণনাট্য সংস্থার অক্লান্ত পরিশ্রমী এবং অন্যতম সদস্য বাবু উজ্জল এর পরিচালনায় পিংকি, নন্দিতা, টুকটুকি, অর্পিতা, অহনা, দ্বীপ, রিমা, মুক্তা, শুভদ্বীপ, প্রিয়ন্তী ও সেতু অভিনয় করে। অনুষ্ঠানে এলাকার সুধীজনসহ শত শত দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *